Vicky Kaushal-Chhaava: 'ছাবাকি ধুম মাচি হুয়ি হ্যায়…', ভিকির সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মোদী, কী বললেন প্রধানমন্ত্রী
1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2025, 04:20 PM IST- , তাঁর স্ত্রী ইয়েসুবাই ভোঁসলে চরিত্রে রশ্মিকা মন্দনা এবং ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অসাধারণ অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে কেবল সাধারণ দর্শকরা নন, ভারতের প্রধানমন্ত্রী ও ছবিটির দারুণ প্রশংসা করেছেন। ‘ছাবা’ ছবির ব্যাপক জনপ্রিয়তা দেখেও তা বেশ ভালোই বোঝা যাচ্ছে (ইন দিনো ছাবাকি ধুম মাচি হুয়ি হ্যায়)। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস থেকে সম্ভাজি মহারাজের বীরত্বের পরিচয় পাওয়া যায়।’
আরও পড়ুন: প্রীতম চক্রবর্তীর স্টুডিয়ো থেকে ৪০ লক্ষ টাকা চুরি করে পালানো কর্মী অবশেষে হল গ্রেফতার!
ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করছে। ‘ছাবা’ বলিউডের ২০২৫ সালের প্রথম ছবি যা ২৪০ কোটির ঘর পার করেছে। গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ২০২৫ সালের সর্বাধিক মুক্তিপ্রাপ্ত ছবি এখন এটি। ৭ দিনেই ভিকির সিনেমা টপকে গিয়েছে ২০০ কোটির গণ্ডি।
আরও পড়ুন: জন্মদিনেও পাশে নেই যিশু, মহাকুম্ভে নীলাঞ্জনা! মেয়েদের নিয়ে নয়, গেলেন অন্য ২ কাছের মানুষের সঙ্গে
প্রতিদিনই ছাবা দু অঙ্কর আয় করছে ভারতীয় বক্স অফিসে। প্রথম শুক্রবারে এই সিনেমা খাতা খুলেছিল ৩১ কোটি দিয়ে। এরপর প্রথম সপ্তাহান্তে ৩৭ (শনিবার) ও ৪৮.৫ (রবিবার) কোটি আয় করে ছাবা।
sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে ছাবার শুক্রবারের আয় ২৩ কোটি। আর যার ফলে সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৪২ কোটিতে। এখন শনি ও রবির ফলাফলের দিকে তাকিয়ে গোটা দেশ।