
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সেলুনে গিয়ে বিরল একটি সেলফি পোস্ট করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার ইনস্টাগ্রামে দীপিকা তার ছবি শেয়ার করেছেন এবং তার স্বামী-অভিনেতা রণবীর সিং তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
চার মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত মাসের শেষেই মা হতে চলার সুখবর সোশ্যাল মিডিয়ায় সামনে আনেন রণবীর-দীপিকা। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন দীপবীর। গর্ভবতী অবস্থাতেও থেমে নেই নায়িকা। মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের নতুন ছবি পোস্ট করলেন হবু মা। সঙ্গে জানালেন আপাতত কোন জিনসটা মিস করছেন তিনি।
বউয়ের ছবিতে আদুরে মন্তব্য করেন রণবীর। স্যালোঁতে বসে রয়েছেন দীপিকা। তাঁর চুলে স্টাইলিস্টের হাত। নায়িকার পরনে নীল রঙের শার্ট। দীপিকা পোস্টটির ক্যাপশন দেননি তবে হ্যাশট্যাগ যুক্ত করেছেন, তাতে লেখা- ‘আমার লম্বা চুল মিস করেছি’। তিনি মহিলার চুল কাটা এবং হাসিমাখা চোখের ইমোজিও জুড়ে দেন। বোঝাই গেল চুল কেটে ফেলেছেন দীপিকা। বউয়ের এই ছবি দেখে নিজেকে আটকাতে পারেননি রণবীর।
কমেন্ট বক্সে রণবীর লেখন, 'কিউট'। তিনি মহিলার চুল কাটা এবং দুটি হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন। রণবীরকে দেখে নেটপাড়ার দাবি, সবচেয়ে মিষ্টি স্বামী রণবীর সিং। একজন মন্তব্য করেছেন, 'রণবীর সবচেয়ে মিষ্টি স্বামী, দীপিকা সত্যি ভাগ্যবান। এক ভক্ত লিখেছেন, ‘গর্ভাবস্থা দীপিকাকে আরও সুন্দর করে তুলেছে।’
সম্প্রতি গুজরাটের জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড প্রি-ওয়েডিং অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল হবু মা-বাবা। দুজনে অনুষ্ঠানে নেচেছিলেন জমিয়ে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রামে প্রথম সন্তানের আগমনের কথা জানান। সেপ্টেম্বর মাসে ভূমিষ্ঠ হবে দীপবীরের সন্তান। ২০১৫ সালে রণবীরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন দীপিকা। তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে বিয়ের আসর জমে। সন্তান কোলে ষষ্ঠ বিবাহবার্ষিকীর উদযাপন করবেন দীপিকা-রণবীর। জানা যাচ্ছে, মুম্বই নয় বেঙ্গালুুরুতে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। সেখানেই থাকেন দীপিকার বাবা-মা।
আগামীতে রোহিত শেট্টি পরিচালিত 'সিংঘম এগেইন' সিনেমায় দেখা যাবে এই জুটিকে। এর আগে 'রাম-লীলা', 'বাজিরাও মাস্তানি', '৮৩'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
সম্প্রতি হৃতিক রোশনের বিপরীতে এরিয়াল অ্যাকশন থ্রিলার ছবি 'ফাইটার'-এ দেখা গিয়েছিল দীপিকাকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। আগামিতে প্রভাসের সঙ্গে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ছবি কল্কি ২৮৯৮ এডি-তে দেখা যাবে তাঁকে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন। ২০২৪ সালের ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রোহিত শেটির কপ ইউনিভার্সের ছবি সিংঘম এগেন-এ রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। এতে থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুররাও। এছাড়াও ফারহান আখতার-এর ডন হিাসাবেও দেখা যাবে রণবীরকে।
৳7,777 IPL 2025 Sports Bonus