২০২৫ সালের আইপিএল মরশুম শুরু হচ্ছে আজ অর্থাৎ ২২ মার্চ থেকে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত তারকা খচিত এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই কলকাতায় হাজির হয়েছেন শাহরুখ খান। অনুষ্ঠানে থাকার কথা সলমন খান, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, সঞ্জয় দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়ার মত বড় তারকাদের। প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপরীতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মাঠে নামার আগেই চুপিচুপি কাকে বোলিং করানো শিখিয়ে দিলেন হর্ষিত রানা?
প্রীতি সরকার, যাকে চেনেন না এমন মানুষ খুব কম রয়েছে। বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে দেখা যায় প্রীতিকে। সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে তাঁর। কিন্তু এবার নাকি খেলার মাঠে দেখা যাবে প্রীতিকে। তাহলে কি অভিনয় ছেড়ে এবার ক্রিকেট খেলতে শুরু করবেন তিনি? কার কাছে হল প্রথম হাতেখড়ি?
আরও পড়ুন: 'আমি ওঁকে সিনেমাটি একবার...', ‘টয়লেট’ বিতর্কে জয়াকে জবাব ছবির প্রযোজকের, কী বললেন?
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
ব্যাপার কী?
সম্প্রতি প্রীতি সরকারের Instagram পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ল্যাপটপের সামনে বসে প্রীতি হর্ষিত রানার বোলিং করা দেখছিলেন। ল্যাপটপের সামনে খেলা দেখতে দেখতে প্রীতি বলেন, ‘এত সুন্দর বোলিং কি করে মানুষ করে?’ তখনই প্রীতির পাশে এসে দাঁড়ান হর্ষিত। বলেন, ‘এমন কিছুও ভালো খেলে না।’ হর্ষিতের কথা শুনে ল্যাপটপ থেকে মুখ তুলতেই চমকে যান প্রীতি।
হর্ষিতকে দেখে আহ্লাদে আটখানা হয়ে প্রীতি বলেন, ‘আমাকে বোলিং শিখিয়ে দিতে হবে।’ প্রীতির কথা রাখতে হর্ষিত বিভিন্নভাবে বোলিং করা শেখাতে শুরু করেন, অনেকক্ষণ বাদে বোলিং শেখার পর প্রীতি বলেন, ‘ঠিক আছে, আমি শিখে গেছি। ২২ তারিখ তুমি না পারলেও আমি খেলে জিতিয়ে দেব’। উত্তরে ভাঙা ভাঙা বাংলায় ক্রিকেটার বলেন, ‘দেখাও দেখি।’ উত্তেজিত প্রীতি বল ছুঁড়তেই ভেঙে যায় কাঁচ।
আরও পড়ুন: 'বলিউড তারকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
তবে মজার এই ভিডিয়ো এখানেই শেষ নয়, সব থেকে মজার বিষয়টি হল বিহাইন্ড দা সিন-এ হর্ষিতের ভাঙা ভাঙা বাংলা। দেখাও দেখি বলতে গিয়ে কখনও তিনি বলে ফেলছেন ‘দ্যাখাও’, কখনও ‘দেখিও’, কখনও ‘দেখাই দেখি’ বলে ফেলছেন তিনি। ‘তোই’, ‘তো’, ‘তাই’ সবকিছু গুলিয়ে একাকার কান্ড হর্ষিতের।