হিন্দি সিনেমা জগতের অন্যতম সেরা কোরিওগ্রাফার গণেশ আচার্য। বহু বছর ধরে তিনি কাজ করছেন, তাঁর হাত ধরে নতুন নতুন স্টেপ শিখেছেন অভিনেতা-অভিনেত্রীরা। সুদীর্ঘ কেরিয়ারে তিনি কাজ করেছেন বলিউড থেকে সাউথ তারকা, সকলের সঙ্গেই। এই দুই জগতের তারকাদের মধ্যে মিল বা অমিল কোথায়? জানালেন গনেশ।
কোরিওগ্রাফারের মতে, সাউথের অভিনেতারা টেকনিশিয়ানদের সাথে বলিউডের তারকাদের তুলনায় অনেক বেশি সম্মানজনক আচরণ করেন। সম্প্রতি গণেশ আচার্য কমেডি কুইন ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার সাথে কথোপকথনের সময় এই বিষয়টির প্রশংসা করে জানান, আল্লু অর্জুন তাঁর ছবি ‘পুষ্পা ২’-এর কোরিওগ্রাফির জন্য তাঁকে কৃতিত্ব দিয়েছিলেন, যা কোনও বলিউড তারকা কখনওই করেননি।
আরও পড়ুন: নেই রক্তের সম্পর্ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্যারেন্ট’ মনে করেন রাশা?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
বলিউড এবং সাউথ চলচ্চিত্র শিল্পের পার্থক্য সম্পর্কে কথা বলার সময় গণেশ আচার্য বলেন, 'বলিউডে মানুষ শুধুমাত্র তারকাদের প্রশংসা করে, কিন্তু একজন পরিচালক, একজন কোরিওগ্রাফার বা টেকনিশিয়ানের প্রচেষ্টাকে উপেক্ষা করে। কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিতে তা হয় না। বলিউডে লোকদের মধ্যে অহংকার অনেক বেশি।
গণেশ বলেন,' আমি যখন ‘পুষ্পা’-র গানের কোরিওগ্রাফি করেছিলাম, কয়েকদিন পর আল্লু নিজেই আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বলেন, ‘মাস্টারজি, আপনার কারণেই এটা সম্ভব হয়েছে।’ আজ পর্যন্ত কোনও বলিউড তারকা আমাকে কৃতিত্ব দেননি। অল্লু অর্জুন আমার প্রশংসা করে বলেছিলেন যে, মানুষ আপনার কারণেই আমার প্রশংসা করছে। তিনি আমাকে ‘পুষ্পা’-র সাফল্যের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি কোনও সাধারণ পার্টি ছিল না যেখানে শুধুই খাওয়া দাওয়া হয়, এই পার্টিতে একটি মঞ্চ তৈরি করেছিল যেখানে টেকনিশিয়ানদের সম্মানিত করা হচ্ছিল। একজন লাইটম্যানকেও পুরস্কার দেওয়া হয়েছিল।'
আরও পড়ুন: 'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
আরও পড়ুন: মুক্তির মাস ঘুরতে না ঘুরতেই অনলাইনে ফাঁস ভিকির ‘ছাবা’, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের
গণেশ হর্ষ ও ভারতীর ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় বলেছেন, ‘সাউথ সিনেমার অভিনেতারা তাঁদের টেকনিশিয়ানদের প্রচুর সম্মান করে। বলিউডে পরিচালক ও প্রযোজকরা প্রায়ই কোরিওগ্রাফার ও টেকনিশিয়ানদের পরিশ্রমকে উপেক্ষা করেন। অনেকসময় শেষ মুহূর্তে নাচের স্টেপ পরিবর্তন করতে হয়, যাতে তারকারা খুশি থাকেন।’
সবশেষে গণেশ বলেন, 'সৌভাগ্যবশত আমায় এই ধরণের তারকা ট্যান্ট্রমের মুখোমুখি হতে হয়নি কোনওদিন। তবে আমার খুব খারাপ লাগে যখন আমি এ ধরণের গল্প শুনি যে মানুষকে কী না সহ্য করতে হয়।'