একদিকে যখন বলিউড ও দক্ষিণী ছবির রমরমা। ঠিক তখন 'বড়দিনে' বড় বাজেটের ছবির সঙ্গে পাল্লা দিয়ে মুক্তি পেয়েছে বাংলার দুই ছবি। রয়েছে সুপারস্টার দেবের 'প্রধান', অন্যদিকে খ্যতনামা তারকা মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’। শাহরুকের 'ডাঙ্কি', প্রভাসের 'সালার'-এর সঙ্গে বাংলার বুকে ক্রমাগত পাল্লা দিচ্ছে বাংলা ছবি ‘প্রধান’ ও 'কাবুলিওয়ালা'।
প্রধান বনাম কাবুলিওয়ালা
সে তো না হয় হল। এখন প্রশ্ন বাংলার বক্স অফিস দখলের লড়াইয়ে ‘প্রধান’ ও 'কাবুলিওয়ালা'র মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে?
টলিবাংলা বক্স অফিসের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেবের প্রধানের টিকিট বিক্রি হয়েছে ৯.৮৭ হাজার। আর কাবুলিওয়ালার টিকিট বিক্রি হয়েছে ৮.৬১ হাজার। তাই গত ২৪ ঘণ্টার লড়াইয়ে মিঠুনের ছবির থেকেও এগিয়ে দেবের ছবি।
তবে এ তো গেল ২৪ ডিসেম্বরের রিপোর্ট। টলিবাংলা বক্স অফিসের তথ্য বলছে, ২৩ ডিসেম্বর প্রধানের ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছিল। আর সেখানে কাবুলিওয়ালার ৬.১৯ হাজার টিকিট বিক্রি হয়েছিল। তাই এক্ষেত্রেও 'কাবুলিওয়ালা'র থেকে এগিয়ে প্রধান। এদিকে তারও একদিন আগে প্রধানের টিকিট বিক্রি হয়েছিল ৯.৮৭ হাজার, আর কাবুলিওয়ালার টিকিট বিক্রি হয়েছিল ৮.৬১ হাজার। অর্থাৎ মুক্তির পর টিকিট বিক্রির রেকর্ড বলছে, বক্স অফিসে এই মুহূর্তে মিঠুনের ছবির থেকেও এগিয়ে রয়েছে দেবের ছবি।
আরও পড়ুন-নিকাহর পর পার্টিতে 'সুরা'য় ডুব দিয়ে আরবাজ ধরলেন গান, নাচলেন সলমন, বাবার বিয়েতে লাজুক ছেলে
আরও পড়ুন-টলিপাড়ায় ফের বিয়ের সানাই, বাগদান সারলেন সারেগামাপা খ্যাত সমদীপ্তা, পাত্র কে?
আরও পড়ুন-অমিতাভ, অক্ষয় থেকে রণবীর-আলিয়া, রামমন্দিরের উদ্বোধনে সকলে আমন্ত্রিত, নন শুধু তিন খান?