বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি অনবদ্য নাচের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন এই বলি সুন্দরী। ডঃ শ্রীরাম নেনেকে বিয়ের পর পাকাপাকি ভাবে আমেরিকায় থাকতে শুরু করেন। মাঝে কিছু বছর দূরেই ছিলেন বলিউড থেকে। তাঁর বিপরীতে বহু নায়ক অভিনয় করলেও, জানেন মাধুরীর প্রথম নায়ক কে ছিলেন?