আরজি করের নির্যাতিতার হয়ে বিচার চেয়ে একে একে পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ইতিমধ্যেই তারকা থেকে নাট্যকর্মী, গায়ক, সাধারণ মানুষরা পথে নেমেছেন। চলছে রাত দখলের কর্মসূচি। এবার পথে নামলেন অফিস কর্মীরা।
আরও পড়ুন: ঋতাভরীদের পরিবারে শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী
সেক্টর ফাইভের মিছিল
২০ অগস্ট, মঙ্গলবার কথা মতোই পথে নামলেন সেক্টর ফাইভের অফিস পাড়ার বিভিন্ন অফিসের কর্মীরা। তাঁরা মোমবাতি হাতে নিয়ে মিছিলে পা মেলালেন। রব উঠল we want justice, justice for RG Kar, ইত্যাদি।
এক ব্যক্তি এই মিছিলের বার্ডস আই ভিউ শেয়ার করে লেখেন, 'সেক্টর ফাইভে আমার প্রথম চাকরি ২০০৮ সালে। প্রথম দফায় প্রায় দেড় বছর। পরবর্তীতে তিন দফায় ২০১৮ থেকে ২০২৪! কোনও দিন এমন মিছিল দেখিনি! ভিডিয়োটা করেছি ১২তলা (11th Floor) থেকে! গর্জনটা শুধু শুনুন। সেক্টর ফাইভ। অফিসপাড়ার প্রতিবাদ। একটাই দাবি'
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, ‘চারদিকে এত প্রতিবাদের আওয়াজ, তবু ওই মহিলা কানে তুলো গুঁজে রেখেছে।’ আরেকজন লেখেন, ‘এক গুচ্ছ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আজ সরকার। জানি এর উত্তর হয়তো পাব না। প্লিজ সবাই প্রশ্ন করুন, চাপ হালকা হলে বিচারের সময়ও লঙ্ঘিত হবে। প্রথমে কেনো আত্মহত্যা বলে প্রশাসন চালাতে চেয়ে ছিল। বাড়ির লোক জন দের ডেকে কেন ৩ ঘণ্টা তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি। পোস্টমর্টেমে এত তাড়াহুড়ো কেন। কেন এতো তাড়াতাড়ি দেহ সৎকার করে দেওয়া হল। বাড়ির কথা অনুযায়ী মেয়ের গাড়ি ভাঙার চেষ্টা করা কেন হল। কলেজের প্রিন্সিপালকে কেন রিজাইন করার ৪ ঘণ্টার মধ্যে ন্যাশনাল মেডিকেলে বহাল করা হল। প্রিন্সিপাল প্রথম খবর কার থাকে পেয়েছিল এবং তারপর কি অ্যাকশন নিয়ে ছিলেন। ক্রাইম প্লেসে কেন তড়িঘড়ি রেনোভেশনের কাজ শুরু করা হল? সঞ্জয় নামক সিভিক ভলেন্টিয়ারয়ের আগেও ক্রিমিনাল হিস্টরি রয়েছে, সে সব কি নিয়োগের সময় ভেরিফাই করা হয়নি। সিভিক ভলেন্টিয়ার নিয়োগে কেন ব্যাক গ্রাউন্ড চেক করা হয় না। এই নিয়োগ কি অদৌও আইন মেনে করা হয়েছে? ১৪ আগস্ট রাতের ঘটনায় অনস্পট পুলিশ কেন অ্যাকশন নেয়নি। ১৮ আগস্ট এর মিছিলের যদি ভ্যান্ডালিজমের আগাম খবর তাদের কাছে থাকে, তা হলে ১৪ আগস্ট ও ছিল বলে আমার মনে হয়। যারা প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে তাদের কেন ধমকানো হচ্ছে।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘দাবি এক ,দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’
আরও পড়ুন: দেশ জ্বলছে, ওদিকে আরজি করের জন্য রাত দখল বাংলাদেশে
কী ঘটেছিল আরজি করে?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তারপরই সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। একে একে প্রকাশ্যে আসতে থাকে এই হাসপাতালের নানা দুর্নীতির কথাও। বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন বিচার চেয়ে।