নুসরত আর যশের সম্পর্ক নিয়ে কৌতুহল কম নেই কারও। সম্পর্ক নিয়ে বরাবরই রেখেছেন রহস্য। এবার জুটিতে গেলেন মলদ্বীপে। নুসরতের ভ্যাকেশনের পোস্টে দুষ্টু মন্তব্য যশের।
মলদ্বীপে ভ্যাকেশনে যশ আর নুসরত।
বলিউডে মুক্তি পেয়েছে যশ দাশগুপ্তর প্রথম সিনেমা ‘ইয়ারিয়া ২’। বক্স অফিসে সেই ছবি সাফল্য না পেলেও, আনন্দ উদযাপনে কোনও খামতি নেই। পুজো মিটতে না মিটতেই নুসরতকে নিয়ে পাড়ি দিলেন মলদ্বীপে। সামাজিক মাধ্যমে ভ্যাকেশনের ছবি ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন কর্তা-গিন্নি।
কলকাতা থেকে মলদ্বীপ যাওয়ার একটি ট্রানজিশন ভিডিয়ো শেয়ার করে নিলেন নুসরত। দেখা গেল কমলা রঙের কো-অর্ড সেটে। ক্যাপশনে লিখলেন, ‘যেরকম পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ভালো লাগে আমার। এই ভিডিয়োর সামনে ও পিছনে থাকা হাত @যশ দাশগুপ্তের।’
নুসরতকে ভ্যাকেশন মোডে দেখে এক নেটিজেন কমেন্টে লিখলেন, ‘বসিরহাতে গত ৫ বছরে কতবার এসেছ তুমি? তার চেয়ে তো বেশি বিদেশ যাও।’ আরেকজন লিখলেন, ‘ওয়াও! কী সুন্দর লাগছে তোমাকে।’ নুসরতকে মলদ্বীপে যেতে দেখে কমেন্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। লিখলেন, ‘তোমার জন্য অনেক গুলো হার্ট ইমোজি দিলাম বোনিলা। খুব মজা করো।’ আরও পড়ুন:‘মা-বাবা তোমায় খুব মিস করবে!’, পুজো মিটতেই সন্তানশোকে ‘রান্নাঘর’-এর সুদীপা
নুসরত আর যশের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২০ সালে, নুসরতের প্রেগন্যান্সির সময়। সেই সময় অভিনেত্রীকে আগলে রেখেছিলেন ৯ মাস। পরে ছেলে ঈশানের জন্মের পর জানা যায়, সন্তানের বাবা যশই। এরপর থেকে প্রকাশ্যে যশকে কখনও ‘স্বামী’, কখনও ‘ছেলের বাবা’ বলে উল্লেখ করেন। ঘনিষ্ঠ সূত্র বলে ২০২০ সালের শেষলগ্নেই বিয়েটা সত্যিই সেরে ফেলেছেন তাঁরা।
খুব জলদিই তাঁদের দেখা যাবে সিনেমার পর্দায় একসঙ্গে। ছবির নাম শিকার। এই সিনেমায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। একইসঙ্গে চলতি বছরেই নিজেদের প্রযোজনা সংস্থা নিয়ে এসেছেন যশরত। আসছে প্রথম ছবি মেন্টাল। তাতেও জুটি বাঁধবেন যশ আর নুসরত।