নুসরত জাহান লিখেছেন, ‘সর্বশক্তিমানের কাছে এটা আমার কৃতজ্ঞতার চেয়েও বেশি.. যে আমি কোনও সাহায্য করতে পেরেছি.. আমি একথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি কারণ, আমি অভিভূত, আসলে এটি একটি ছোট শিশুর জীবন বাঁচানোর বিষয় ছিল। ঈশ্বর শক্তি দিন যাতে আমরা অন্যদের সাহায্য করার জন্য সামান্য কিছু করতে পারি।’
নুসরত জাহান
অসুস্থ ছোট্ট একটি শিশু, নাম শুভ মণ্ডল। যে কিনা সন্দেশখালির বাসিন্দা। শিশুটির বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশানের (অস্থিমজ্জার প্রতিস্থাপন) কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ছিল বড় অঙ্কের টাকা। যে টাকা জোগাড় করার সামর্থ্য ওই শিশুটির পরিবারের ছিল না। কারণ, শিশুটির বাবা পেশায় শ্রমিক। বিষয়টি জানার পরই সাহায্যের জন্য এগিয়ে আসেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লেখেন তিনি। অবশেষে শিশুটির পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে প্রধানমন্ত্রীর দফতর।
শনিবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট (বর্তমানে X) একটি পোস্ট করেছেন নুসরত জাহান। লিখেছেন, ‘সর্বশক্তিমানের কাছে এটা আমার কৃতজ্ঞতার চেয়েও বেশি.. যে আমি কোনও সাহায্য করতে পেরেছি.. আমি একথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি কারণ, আমি অভিভূত, আসলে এটি একটি ছোট শিশুর জীবন বাঁচানোর বিষয় ছিল। ঈশ্বর আমাদের সকলকে শক্তি প্রদান করুন যাতে আমরা অন্যদের সাহায্য করার জন্য সামান্য কিছু করতে পারি।’