যিশু-নীলাঞ্জনার সাধের দাম্পত্যে চিড় ধরেছে! এই গুঞ্জন এখন কার্যত পাকা। যিশুর সঙ্গে তাঁর আপ্ত সহায়কের ঘনিষ্ঠতার জেরেই নাকি নীলাঞ্জনার ২০ বছরের সংসার ভেঙে চৌচির। কঠিন সময়ে মায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই মেয়ে সারা ও জারা। বাবা নয়, মায়ের পক্ষেই রয়েছে তাঁদের সমর্থন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যিশুর দুই কন্যে। আরও পড়ুন-‘সবচেয়ে শক্তিশালী….’, পরকীয়া কাঁটা হয়ে বিঁধছে! সারার পর মা নীলাঞ্জনার পাশে যিশুর ছোট মেয়ে
সোশ্যাল মিডিয়া থেকে ‘সেনগুপ্ত’ পদবি ও যিশুর সঙ্গে সমস্ত ছবি সপ্তাহখানেক আগেই সরিয়ে দেন নীলাঞ্জনা, শুরু হয় বিয়ে ভাঙার গুঞ্জন। সময় যত গড়িয়েছে সেই জল্পনা আরও গভীর হয়েছে। সারা ও জারা ইনস্টাগ্রামে মা-কে সমর্থন জানিয়ে লিখেছে, ‘মা-ই সবচেয়ে শক্তিশালী’। বাঘিনীর মতো ছোট থেকেই দুই মেয়েকে আগলে রেখেছেন নীলাঞ্জনা। শুক্রবার রাতেও তাঁর ইনস্টাগ্রামে উঠে এল সেই ছবি।
পেন্সিলে আঁকা তিনটি ভাল্লুকের ছবি শেয়ার করেছেন নীলাঞ্জনা, সেই তিন টেডি-বিয়ার পরস্পরের হাত শক্ত করে ধরাধরি করে রয়েছে। মাঝখানে একটা হৃদয়ের চিহ্ন। সেই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা, নিনি-চিনির মা। প্রসঙ্গত, সারা ও জারার ডাক নাম নিনি ও চিনি। পোস্টে দুই মেয়েকে ট্যাগও করেন নীলাঞ্জনা। এই ছবির সঙ্গেই যিশু ঘরণী বুঝিয়ে দিলেন, এই কঠিন সময়ে তাঁর পাশে সারাক্ষণ কারা রয়েছে।
ওদিকে যিশুর সঙ্গে সাংসারিক বিবাদ ভুলে কাজে ফিরেছেন নীলাঞ্জনা। সদ্য়ই হর গৌরী পাইস হোটেল ৬০০ পর্ব পূরণ করেছে। এর মাঝেই টেলিপাড়া সূত্রে খবর, এবার জি বাংলায় নতুন সিরিয়াল আনতে চলেছেন নীলাঞ্জনা। প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। চূড়ান্ত হয়নি কাস্টিং। তবে খবর, এই সিরিয়াল নাকি যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের ব্যানারে নাও আনতে পারেন নীলাঞ্জনা। যিশু ও শ্বশুরের নাম ছেঁটে ফেলে নতুন প্রোডাকশন হাউস শুরু করতে পারেন বলেই আঁচ করছেন অনেকে।
সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে চোরাপথেই আসে, কিন্তু টলিপাড়ার আদর্শ দম্পতি হিসাবে পরিচিত যিশু-নীলাঞ্জনার সঙ্গে এমনটা ঘটবে তা কেউ আশা করেনি। তবে সারা-জারা অর্থাৎ চিনি-নিনি কিন্তু এই লড়াইয়ে মায়ের ঢাল। সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করেছেন বড় মেয়ে সারা। মায়ের পক্ষ নিয়ে বলেছেন, ‘খেলায় সবচেয়ে শক্তিশালী’ তাঁর মা। দিদির পথে হেঁটে জারাও স্পষ্ট জানিয়েছে তাঁর চোখে মা-ই সবচেয়ে শক্তিশালী মানুষ।
এই সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন যিশু? বাবার পরকীয়া চর্চা, মা-কে আগলে সারা,নিলেন বড় সিদ্ধান্ত
টলিপাড়ায় আগুন গতিতে খবর ছড়িয়েছে মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু-শিনাল। লিভ ইনের খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। খবর, খাদানের শ্যুটিংয়ে কলকাতায় এলেও লেক গার্ডেন্সের বাড়িতে থাকেননি যিশু। দুজনের মধ্যেকার ফাটল আরও গভীর হয়েছে। তবে প্রকাশ্যে এই নিয়ে এখনও কোনও শব্দ খরচ করেননি দুজনেই। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ চর্চায় স্তম্ভিত অনেকেই।