নীলাঞ্জনা-যিশুর দাম্পত্যে ফাটল ধরেছে, সেই খবর সামনে এসেছ গত সপ্তাহেই। চর্চা, যিশু পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন ২০ বছরের বিয়ে ভুলে! একটা সময় নীলাঞ্জনাকে চোখে হারাতেন যিশু, অথচ এখন এক ছাদের তলাতেও থাকতে পারছেন না তাঁরা। আরও পড়ুন-যিশুর জীবনে অন্য নারী! নীলাঞ্জনার সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না নায়ক, ডিভোর্সের পথে হাঁটবেন?
গুঞ্জন, আপ্ত সহায়কের সঙ্গে যিশুর ঘনিষ্ঠতার জেরেই দূরত্ব তৈরি হয়েছে স্বামী-স্ত্রীর। যিশুর জীবনের নতুন নারীর নাম শিনাল সুর্তি। যিশুর সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের। নির্বাকের সময় সুস্মিতা সেনকে ম্যানেজ করতেন শিনাল। পরে যিশুর টিমে যোগ দেন। জাতীয় স্তরের অভিনেতা হিসাবে যিশুর উত্থান শিনালের হাত ধরেই। টলিপাড়ায় আগুন গতিতে খবর ছড়িয়েছে মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু-শিনাল। লিভ ইনের খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি।
সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে চোরাপথেই আসে, কিন্তু টলিপাড়ার আদর্শ দম্পতি হিসাবে পরিচিত যিশু-নীলাঞ্জনার সঙ্গে এমনটা ঘটবে তা কেউ আশা করেনি। এই কঠিন সময়ে নীলাঞ্জনাকে আগলে রেখেছে তাঁর দুই মেয়ে- সারা ও জারা। জারা এখন খুব ছোট, তবে বুঝদার সারা। কলেজের গণ্ডি পেরিয়েছে সৃজিতের ছোট্ট উমা। এদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন যিশু কন্যা।

মাস কয়েক আগে বাবা ও মায়ের সঙ্গে টলিপাড়ার এক পার্টিতে উপস্থিত হয়েছিল সারা। সেই ছবি শেয়ার করে সারা লেখেন, ‘খেলায় সেরা নারী..’। পরিস্থিতি যতই কঠিন হোক, যুদ্ধ জিততে জানে না তাঁর মা। একদিকে সারা যখন মায়ের পক্ষ নিয়ে মুখ খুলেছেন ইঙ্গিতে, তখন মেয়ের মুখের হাসি যাতে সবসময় চওড়া থাকে সেই ভাবনাতেই ব্যস্ত নীলাঞ্জনা।
এদিন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং গানে রিল ভিডিয়ো শেয়ার করেন সুন্দরী সারা। কমেন্ট বক্সে নীলাঞ্জনা লেখেন, ‘এইভাবেই হাসতে থাক সোনা মা’। মাসি চন্দনাও লেখেন, ‘অনেক ভালোবাসা’। আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল, মায়ের মতোই ইনস্টাগ্রামে যিশুকে আর ফলো করেন না সারাও। বাবা-মা'র মনোমালিন্যের মধ্যে তাঁর সাপোর্ট কার দিকে, তা স্পষ্ট করে দিয়েছেন ‘মাম্মাস গার্ল’ সারা।
আরও পড়ুন-‘অন্য মেয়ে ঘর করলে বুঝত…', যিশুর বউ হওয়া সহজ নয়! দাম্পত্যের গোপন কথা ফাঁস করেন নীলাঞ্জনা

সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন নীলাঞ্জনা, সঙ্গে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবি। এখন তিনি শুধুই নীলাঞ্জনা। পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবিই ডিলিট করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই মুম্বই ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের জন্য খুব কম সময়ই কলকাতায় থাকেন যিশু। এই দূরত্বই নাকি কাল হল দম্পতির জীবনে!
যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ চর্চায় স্তম্ভিত অনেকেই। কারণ এই জুটির মতো হাসিখুশি আর একসঙ্গে জুড়ে থাকা দম্পতি খুব কমই চোখে পড়ে। একবার নীলাঞ্জনা বলেছিলেন, ‘যিশু কোনও দিন ওর মা-বাবাকে আলাদা হতে দেখেনি। আমিও না। আমাদের কাছে বিবাহিত জীবনের সংজ্ঞা এটাই। ভাল-মন্দ যা-ই আসুক, আমরা হাত ছাড়ব না।’ অথচ কঠিন সময়ে সেই হাতটাই আর নীলাঞ্জনার সঙ্গে নেই! এর মাঝেই খবর হর গৌরী পাইস হোটেলের পর নতুন সিরিয়াল নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন নীলাঞ্জনা। তবে যিশুর বাবার নামে তৈরি প্রযোজনা সংস্থা ‘যিশু উজ্জ্বল প্রোডাকশন’-এর ব্যানারে হয়ত তৈরি হবে না এই সিরিয়াল। যিশুর নাম জীবন থেকে মুছতে উদ্যোগী নীলাঞ্জনা, নিন্দকরা এমনও বলছেন আইনি পরামর্শ নিচ্ছেন তিনি।