
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
৬৬ বছর অতিক্রান্ত, যে বয়সে মহিলারা নিজেদের সৌন্দর্য হারিয়ে ফেলেন, সেই বয়সেও নিজেকে বোল্ড ভাবে সকলের সামনে মিলে ধরছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তবে শুধু অভিনয়ের দিক দিয়ে নয়, চারিত্রিক দিক থেকেও তিনি সর্বদা স্পষ্টবাদী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের আরও একটি দিক তুলে ধরলেন তিনি।
একটা সময় কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে নেন তিনি। পরিচালক থেকে প্রযোজক, সকলের কাছেই চেয়েছিলেন কাজ। সমাজ মাধ্যমের পাতায় অবলীলায় জানিয়েছিলেন, কাজ দরকার। এইভাবেই শুরু করেছিলেন নিজের কেরিয়ারের দ্বিতীয় পর্ব। আজ একের পর এক কাজের অফার আসে তাঁর কাছে। কিন্তু তারপরেও কোন ক্ষোভ মনে রেখে দিয়েছেন অভিনেত্রী?
আরও পড়ুন: ইমতিয়াজ আলির জন্মদিনে দেখুন পরিচালকের সিনেমা, রইল ১০টি ছবির তালিকা
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার, কেমন আছেন তিনি?
বলিউডে নায়ক নায়িকার মধ্যে মতভেদ নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আমার মনে হয় আমার বয়সী পুরুষরা যেখানে এখনও নায়কের ভূমিকায় অভিনয় করে চলেছেন, সেখানে আমি ঠাকুরমার চরিত্রের অফার পাই। এটা কেমন কথা? অনেকে তো এমনও আছেন যারা এখন কাজই পান না।’
একটা সময় সমাজের মাধ্যমের পাতায় কাজ চেয়ে পোস্ট করেছিলেন তিনি। এখনও কি তাই করেন? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এটা চিরকালই করে যেতে হবে। আমি এখনও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলি পরিচালক বা প্রযোজকদের সঙ্গে কথা বলতে। কেউ নতুন ছবি করলে আমার জন্য কোনও চরিত্র আছে কিনা জিজ্ঞাসা করতে বলি।’
আরও পড়ুন: রথযাত্রায় বড় চমক,জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ লাইভ অনুষ্ঠান দেখলেন আমির খান
আরও পড়ুন: এক রাতে তৈরি হয়েছিল ঐশ্বর্যের শাড়ি, ‘দেবদাস’ ছবির সেটে ঘটেছিল কোন ঘটনা?
তবে কাজ পাওয়ার পরেও বাদ পড়ার অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রীর। নীনা বলেন, ‘অনেক বার হয়েছে চুক্তিতে স্বাক্ষর করার পরও ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাকে। কিছুদিন আগেই একটা ছবির জন্য আমাকে বেছে নেওয়া হয়েছিল, পরে ইনস্টাগ্রাম দেখে বুঝলাম অন্য নায়িকাকে নেওয়া হয়েছে।’
তবে এই প্রথমবার নয়, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। আমার ব্লাউজ পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছিল। পরে আমাকে বাদ দিয়ে তনুজাকে নেওয়া হয়েছিল। এইসব নিয়ে এখন আর মন খারাপ হয় না। ভাবিও না এইসব।’
প্রসঙ্গত, ২০২২ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘গুডবাই’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। ওই একই বছর ‘উচাই’ ছবিতেও অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নীনাকে, যদিও ওই ছবিতে বোমান ইরানির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
৳7,777 IPL 2025 Sports Bonus