পুরনো ছবি শেয়ার করেন অভিনেত্রী নেহা কক্কর। সেখানে কালো ঝলমলে লেহেঙ্গা পরে তাঁকে দেখা গেছে। প্রায়শই চমকপ্রদ লুকে ধরা দিয়ে অনুরাগীদের চমকে দেন নেহা। সম্প্রতি নেহার এথেনিক লুক নজর কেড়েছে ফ্য়াশনিস্তাদের। কালো ঝলমলে লেহেঙ্গায় ইনস্টাগ্রামে সম্প্রতি ছবি শেয়ার করেছেন নেহা কক্কর। সুরভি চোপড়ার পোশাকের ব্র্যান্ড কালেকশনে এই পোশাক। বান্ধবীর বিয়েতে এই লেহেঙ্গায় দেখা যায় নেহাকে। লেহেঙ্গার ব্লাউড হার্ট শেপের এবং হাতের পাতলা নেটের হাতা। সঙ্গে ডিজাইনার ওড়না ব্যবহার করেছেন নেহা। পোশাকের সঙ্গে সাজুয্য রেখে সেজেছেন নেহা। মিড পার্টে চুল করে দু'দিকে হালকা কার্ল করেছেন। হাতে বড় আংটি পরেছেন তিনি। সঙ্গে মেকআপ করেছেন। নেহার সঙ্গে রোহনপ্রীতকে ছবিতে বেশ খোশ মেজাজে দেখা গেছে। একাধিক ছবি শেয়ার করেছেন গায়িকা। নেহার লুকে মজে রোহনপ্রীত কমেন্ট করেছেন, ‘তুমি এত সুন্দর কী করে হতে পারো?’নেহার এই লুক সম্পর্কে আপনাদের কী মতামত?