বাংলা নিউজ > বায়োস্কোপ > Neena Gupta on Suhana Khan: শাহরুখ কন্যাকে ভীষণ পছন্দ, আগামীতে ‘ট্রেন্ডসেটার' হতে পারে সুহানা, বললেন নীনা
পরবর্তী খবর
Neena Gupta on Suhana Khan: শাহরুখ কন্যাকে ভীষণ পছন্দ, আগামীতে ‘ট্রেন্ডসেটার' হতে পারে সুহানা, বললেন নীনা
1 মিনিটে পড়ুন Updated: 29 Jan 2023, 11:06 AM ISTPriyanka Bose
Neena Gupta on Suhana Khan: শাহরুখ কন্যা সুহানার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনেত্রীর কথায়, আমি সুহানাকে খুব পছন্দ করি, ওর লুকস, ফিগার আমার পছন্দ।
শাহরুখ কন্যা সুহানার প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন নীনা
বলিউডে পা রাখাটা এখনও সময়ের অপেক্ষা। তার আগেই শাহরুখ খান কন্যা সুহানা খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নীনা গুপ্তা। বলিউডের এই প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, নবাগতদের মধ্যে সুহানাকে বেশ পছন্দ তাঁর। 'এই প্রজন্মের তিনজন শিল্পী যাঁরা তাঁকে তাঁদের কাজ দিয়ে মুগ্ধ করেছে' এমন প্রশ্নের জবাবও দিয়েছেন নীনা।
শাহরুখ খান এবং তাঁর স্ত্রী- ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের মেয়ে সুহানা খান। তাঁর দুই ভাইও আছে- দাদা আরিয়ান খান এবং ছোট ভাই আব্রাম খান। থিওডোর জিমেন পরিচালিত শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’-এ অভিনয় করেছেন সুহানা। শীঘ্রই জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে পা রাখবেন শাহরুখ কন্যা। আরও পড়ুন: মায়ের মৃত্যুর পর অঝোরে কেঁদে চলেছেন রাখি, শোকস্তব্ধ জ্যাকি শ্রফ, আলি গোনিরা
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীনা বলেছেন, ‘জানেন কাকে আমার পছন্দ, কাকে দেখে ট্রেন্ডসেটার মনে হয়? এটা আমার ব্যক্তিগত মতামত। সে এখনও পর্যন্ত কোনও সিনেমায় অভিনয় করেনি। শাহরুখ কন্যা সুহানা খান। আমি সুহানাকে খুব পছন্দ করি, ওর লুকস, ফিগার আমার পছন্দ। যতটুকু দেখেছি ওর অভিনয়ও ভালো লেগেছে। আমার মনে হয় আগামীতে ও ভালো করবে’।
দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং সারা আলি খানের মধ্যে কোনও অভিনেত্রী নীনাকে প্রভাবিত করে, সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে নীনা বলেছেন, ‘কেউ আমাকে মুগ্ধ করেনি’। পরে বলেছেন, ‘আমি বলতে ভুলে গিয়েছি, করিনা কিন্তু একজন ভালো অভিনেত্রী’।