
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার (ভারতীয় সময়ে) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল অস্কার ২০২৩। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে দুটি ভারতীয় ছবি। সেরা মৌলিক গানের সম্মান পেয়েছে আরআরআর সিনেমার নাটু নাটু গানটি। সঙ্গে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এই দুই ভারতীয় সিনেমাকেই শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নাটু নাটুর জন্য় মোদী টুইটরে লেখেন, ‘ব্যতিক্রমী! ‘নাটু নাটু'র জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এটি এমন একটি গান যা আগামী বছরগুলোতেও জন্য মনে থাকবে। অভিনন্দন @mmkeeravaani @boselyricist এবং গোটা দলকে এরকম একটি মর্যাদাপূর্ণ সম্মানের জন্য। ভারত উচ্ছ্বসিত ও গর্বিত।’
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স নিয়ে মোদী টুইটারে লিখলেন, ‘অভিনন্দন @EarthSpectrum, @guneetm এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পুরো দলকে এই সম্মানের জন্য। তাদের কাজ বিস্ময়করভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের এবং উন্নয়নের মধ্যে সামঞ্জস্যকে তুলে ধরে।’
প্রসঙ্গত, ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা ‘সেরা মৌলিক গান’-এর বিভাগে এই প্রথম অস্কার এল কোন ভারতীয় ছবিতে। এই বিভাগে ২০০৯ সালে অস্কার জিতেছিল স্লামডগ মিলিওনেয়ার থেকে জয় হো গানটি। সেই হিসেবে দ্বিতীয় ভারতীয় গান যা ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার পেল। এই বিভাগের অন্যান্য মনোনয়নগুলি ছিল - অ্যাপলস (টেল ইট লাইক আ ওমেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথের ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ আ লাইফ (এভরিথিং এভরিথিং অ্যাল অ্যাট অ্যাট এভয়্যার)।
অন্যদিকে ডকু শর্টস বিভাগেও ভারতের এটা প্রথম অস্কার জেতা। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ছবিটি মুদুমালাই ন্যাশনাল পার্কেকে কেন্দ্র করে তৈরি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির গল্প যারা রঘু নামে একটি অনাথ হাতির বাচ্চার দেখভাল করে। ডকুমেন্টরিটি কেবল তাদের মধ্যে গড়ে ওঠা টানই দেখায় না, সঙ্গে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকেও ভীষণভাবে ফুটিয়ে তোলে। এটি ২০২২ সালের ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পায়।
এবারের অস্কারে উপস্থাপক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী পরেছিলেন লুই ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। অভিনেত্রী এদিন বেছে নেন কারটিয়েরের গয়না। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে। শুধু তাই নয়, মঞ্চে নাটু নাটু-র লাইভ পারফরমেন্সের সময় ঘোষণাও করেন তিনি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
6.88% Weekly Cashback on 2025 IPL Sports