৬০ ও ৭০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম ছিলেন মুমতাজ। রবিবার ৭৫ বছরে পা রেখেছেন অভিনেত্রী। তাঁকে নিজের যুগের সুপারহিট অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সফল কেরিয়ার। মাত্র ১১ বছর বয়সে ‘সোনে কি চিড়িয়া’ ছবি দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন।
৭৫-এর জন্মদিনে মেয়ে তানিয়া মাধবানীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লাইভে এসেছিলেন মুমতাজ। প্রবীন অভিনেত্রী বলেন, তিনি এখনও একটি ছবিতে নাচতে পারেন। পাশাপাশি যোগ করেছেন যে তিনি 'জ্যাকি শ্রফের ছেলের মতো উড়তে পারবেন না'।
আরও পড়ুন: ‘হ্যালো টুকুও বলত না’, ইন্ডাস্ট্রিতে শুধু ওয়াহিদা রেহমানই বান্ধবী ছিলেন মুমতাজের
মুমতাজের মেয়ে তানিয়ার কাছেও প্রশ্ন ছিল মায়ের জন্য। তানিয়া জিজ্ঞেস করেছিলেন, তিনি এখনও কোনও ছবিতে নাচবেন কিনা? তিনি বিশ্বাস করেন, তাঁর মা এখনও একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। প্রবীন অভিনেত্রী উত্তরে বলেন, ‘আমি নাচতে পারি, কিন্তু আমি জ্যাকি শ্রফের ছেলে (টাইগার শ্রফ) এবং সবার মতো উড়তে পারব না।’ তাঁর প্রিয় অভিনেত্রীর নাম আলিয়া ভাট বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, আলিয়া দেখতে সুন্দর এবং একজন ভালো নৃত্যশিল্পীও।
অন্য একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন কেন মুমতাজ শাম্মী কাপুরকে বিয়ে করেননি! প্রবীন অভিনেত্রী বলেন, ‘কেন আমি তাকে বিয়ে করিনি জানো? আবার শুনতে চাও আমার থেকে? তিনি চেয়েছিলেন আমি আমার কেরিয়ার ছেড়ে দিই। সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭।’