শব্দ-জব্দের সঙ্গেই প্রথমবার বাংলা ওয়েব সিরিজে রজত কাপুর। সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ চক্রবর্তী। এর আগে কার্টুন, জাপানি টয়, ধানবাদ ব্লুজের মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছেন সৌরভ। রজত কাপুর ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ন চরিত্রে থাকছেন পায়েল সরকার, মুমতাজ সরকার, সুব্রত দত্তরা। পুরোদস্তুর সাইকোলজিক্যাল থ্রিলার শব্দ-জব্দ। রজত কাপুরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ থ্রিলিং বাকি শিল্পীদের কাছে। ২১ ফেব্রুয়ারি থেকে হইচইতে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।