একটা সময় শাম্মি কাপুরকে মন দিয়েছিলেন মুমতাজ। চেয়েছিলেন বিয়ে করতেও। কিন্তু কেন শেষ পর্যন্ত তাঁদের বিয়েটা হয়নি? কী জানালেন মুমতাজ?
আরও পড়ুন: ‘নিজের বাড়িতে নিজেই মজার পাত্র’, বাবা বকলে পাত্তা দেন না সুহানা-আরিয়ান! শাহরুখ গলায় অভিযোগের সুর?
কী ঘটেছে?
কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ। শুধু তাই নয়। বিয়ে করার পর তিনি বিদায় জানান বলিউডকে। জানিয়েছিলেন তাঁর শ্বশুর বাড়ির লোকজন তাঁকে অভিনয় করতে দিতে চাননি। তবে একটা সময় বিয়ের পর কাজ করতে চান বলেই সেই সময়কার বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতাকে ভালোবাসার পরেও বিয়ে করেননি মুমতাজ। ভাবছেন কে সেই অভিনেতা? শাম্মি কাপুর। কাপুর বংশের পুত্রবধূরা বিয়ের পর কাজ করতে পারেন না, এই কারণেই তিনি বিয়ে করেননি শাম্মি কাপুরকে।
ভিকি লালওয়ানিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুমতাজ জানিয়েছেন, তিনি এবং শাম্মি কাপুর একে অন্যকে বিয়ে করতে চেয়েছিলেন। তাঁরা একসঙ্গে ব্রহ্মচারী ছবিতে কাজ করেছিলেন। তাঁর কথায়, ' শাম্মি কাপুরকে দারুণ দেখতে ছিল। আমার ওঁকে ভালো লাগত। এতে লুকানোর কিছু নেই, অস্বীকার করারও কিছু নেই। আমাদের ১৭ থেকে ১৮ বছরের ফারাক ছিল। কিন্তু সেসবকে আমি পাত্তা দিইনি। আমি ওঁকে বিয়ে করতে চেয়েছিলাম। ও যাঁকে বিয়ে করেছিলেন সেই মানুষটা খুব ভালো, ভালো হাউজওয়াইফ। কিন্তু ওঁর বাবা (রাজ কাপুর) সেই সময় খুব কঠোর ছিলেন। ওঁদের বাড়ির নিয়ম ছিল যে ঘরের বউরা কাজ করবে না।'
মুমতাজ এদিন আরও জানান এই নিয়মটা তাঁদের বাড়িতে পৃথ্বীরাজ কাপুর চালু করেছিলেন। এই কারণেই মেরা নাম জোকার ছবির জন্য তাঁকে নির্বাচন করেও বাদ দেওয়া হয়েছিল কারণ রাজ কাপুর তাঁকে বলেছিলেন যে ছবিতে তাঁকে ছোট ছোট পোশাক পরতে হবে। আর অভিনেত্রী যদি তাঁকে বিয়ে করেন সেটা হবে না।
আরও পড়ুন: দ্বিতীয় স্থান হাতছাড়া ফুলকির! জগদ্ধাত্রীকে হারিয়ে ফের বেঙ্গল টপার হতে পারল কি পরিণীতা?
যদিও এরপর ১৯৭৪ সালে তিনি ময়ূর মাধবনীকে বিয়ে করেন। প্রথমে যে কারণে শাম্মি কাপুরকে বিয়ে করেননি, ময়ূর মাধবনীকে বিয়ে করে তাঁকে সেটাই করতে হল। ১৯৭৬ সালে নাগিন মুক্তি পর তিনি আর কোনও ছবি করেননি। লম্বা বিরতির পর ১৯৯০ সালে আঁধিয়া নামক একটি ছবি করেন। কিন্তু সেই ছবি বক্স অফিসে ফ্লপ করার পর আর ছবিতে কাজ করেননি।