২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুয়াকে জন্ম দেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর থেকে কার্যত বড়পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। নতুন জীবন নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। তাহলে কি আর বড় পর্দায় ফেরা হবে না তাঁর? সম্প্রতি Waves summit 2025 - এর মঞ্চে নিজের মাতৃত্ব নিয়ে কিছু বক্তব্য রাখলেন দীপিকা।
গত ১ মে থেকে শুরু হয়েছে Waves summit 2025। চলবে আগামী ৪ তারিখ পর্যন্ত। গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, হেমা মালিনী, অক্ষয় কুমার, রজনীকান্ত, দীপিকা পাড়ুকোন সহ আরও অনেকে।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
অনুষ্ঠানের মঞ্চে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী কিছু না কিছু বক্তব্য রেখেছেন। তেমনই বক্তব্য রাখতে দেখা যায় দীপিকাকে। অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নিজের মাতৃত্ব নিয়ে কিছু কথা বলেন তিনি। নতুন ভূমিকায় তিনি কতটা পারদর্শী কথাও জানিয়েছেন তিনি।
দীপিকা বলেন, ‘মা হওয়ার পর থেকে আমি একটি নতুন জীবনে প্রবেশ করেছি। একজন মা হওয়ার পর আমাদের সঙ্গে জড়িয়ে থাকে আরও একটি জীবন, যার প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখতে হয়। এতদিন কেরিয়ার, উচ্চাকাঙ্ক্ষা বা অর্থ উপার্জন নিয়ে আমি চিন্তাভাবনা করতাম। কিন্তু এখন সবকিছুই পাল্টে গেছে। একটি প্রাণ যার সবকিছু আমার ওপরেই নির্ভরশীল, তার যত্ন নেওয়াই আমার কাছে প্রধান প্রায়োরিটি।’
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় মা হতে চেয়েছি। মা হওয়ার প্রত্যেকটি সময় উপভোগ করতে চেয়েছি, করছিও। মা হওয়ার পর কেন জীবন পাল্টে যায় তার উত্তর মনে হয় এতদিনে আমি পেয়ে গেছি। এখন আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা চিন্তা করতে হয়, তার কথা ভাবতে হয়।’
দীপিকার বক্তব্যের মধ্যেই শাহরুখ বলেন, ‘আমি একটা জিনিস বলতে চাই, যদি এটি ব্যক্তিগত হয়ে যায় তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার মনে হয়, তুমি একজন মা হিসাবে ভীষণ ভালো। তুমি সেই ভূমিকা খুব সুন্দরভাবে পালন করছো।’
প্রসঙ্গত, সম্প্রতি মেয়েকে বাড়িতে রেখে ডিনার ডেটে বেরিয়েছিলেন রণবীর-দীপিকা। কাজের ফাঁকে স্ত্রীকে সময় দিতেই তাঁকে ডিনার ডেটে নিয়ে যাওয়া। খুব ক্যাজুয়াল পোশাকে মুম্বইয়ের একটি বিলাসবহুল রেস্তরাঁ থেকে বের হতে দেখা যায় এই তারকা যুগলকে।