বাংলা নিউজ > বায়োস্কোপ > Mukesh Khanna:‘সেন্সর বোর্ড কীভাবে পাস করতে পারে, দেখেনি এটা?’, ‘বেশরম রং’ বিতর্কে মুকেশ
পরবর্তী খবর
Mukesh Khanna:‘সেন্সর বোর্ড কীভাবে পাস করতে পারে, দেখেনি এটা?’, ‘বেশরম রং’ বিতর্কে মুকেশ
1 মিনিটে পড়ুন Updated: 17 Dec 2022, 08:11 AM ISTPriyanka Bose
Mukesh Khanna on Besharam Rang song controversy: শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা ‘অশ্লীল’ বলে অভিযোগ! তাঁদের পোশাক থেকে শুরু করে গান চুরি করার অভিযোগও এনেছেন নেটিজেনরা। এবার ‘বেশরম রং’ বিতর্কে সিবিএফসির কাছে প্রশ্ন তুললেন অভিনেতা মুকেশ খান্না।
‘বেশরম রং’ বিতর্কে সিবিএফসির কাছে প্রশ্ন তুললেন অভিনেতা মুকেশ খান্না।
শাহরুখ-দীপিকার ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ নিয়ে বিতর্ক জারি। নিন্দুকদের দলে এবার নাম লেখালেন ‘শক্তিমান’ অভিনেতা মুকেশ খান্না। গানের ভিজ্যুয়ালে ‘অশ্লীলতা’ অভিযোগ থাকা সত্ত্বেও ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন' (সিবিএফসি) কীভাবে গানটি পাস করার অনুমতি দিল, প্রশ্ন তুলেছেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’। দীপিকার গেরুয়া বিকিনিতে আপত্তি তুললেন গেরুয়া শিবির, ক্ষোভ উগরে দিচ্ছে এই গানের বিরুদ্ধে।
গানটি ঘিরে বিতর্ক সম্পর্কে কী মন্তব্য অভিনেতা মুকেশ খান্নার? এবিপি নিউজকে অভিনেতা বলেছেন, ‘আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গিয়েছে। এটি একটি অশ্লীল বিষয়, এর সঙ্গে ধর্মীয় সমস্যার কোনও সম্পর্ক নেই। সেন্সর বোর্ড সুপ্রিম কোর্ট নয়। ওঁরা আমাকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে মান্য করে। তাহলে হিন্দু ধর্মের উপর এই ধরণের আক্রমণ কি চোখের সামনে দেখা যায়?’
অভিনেতা আরও যোগ করেছেন, ‘ঠিক আছে, সমস্যাটি অশ্লীলতার। আমাদের দেশ স্পেন বা সুইডেন বা এমন একটি দেশ নয় যা সবকিছুতে অনুমোদন দেবে। সীমিত পোশাকে সবার সামনে আনা হয়েছে, এরপর দেখব পোশাক ছাড়াই সামনে আনছে! সেন্সর বোর্ডের কাজ হলো ছবি যেন কারও অনুভূতি ও বিশ্বাসে আঘাত না পায় তা নিশ্চিত করা।’