মৌসুমী চট্টোপাধ্যায় মানেই সোজা কথা সোজা ভাবে। বরাবরই স্পষ্টবক্তা বালিকা বধূ। এদিন তিনি তাঁর সহ অভিনেতাদের বিষয়ে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিনোদ খান্না, ধর্মেন্দ্রদের প্রসঙ্গে কথা বললেন।
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
অমিতাভকে নিয়ে কী বললেন মৌসুমী চট্টোপাধ্যায়?
মৌসুমী চট্টোপাধ্যায় বর্তমানে কলকাতায়। তিনি এখানেই তাঁর আগামী ছবির শ্যুটিং করছেন। কোন ছবি? আড়ি। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে বর্ষীয়ান অভিনেত্রীর। গল্প আবর্তিত হবে ছেলে এবং মায়ের রসায়নকে কেন্দ্র করে। সেই ছবির শ্যুটিংয়ে মৌসুমী চট্টোপাধ্যায় আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন বিগ বি অনেক লড়াই করে বড় হয়েছে। মনে করেছেন তাঁর স্ট্রাগলের কথা।
এদিন মৌসুমী চট্টোপাধ্যায় অমিতাভ বচ্চনকে নিয়েবলেন, 'অমিতাভ বচ্চনের সঙ্গে আমি যখন কাজ করেছি ও তখন সত্যিই স্ট্রাগল করছে। ও তখন খুব চেষ্টা করছে, খুব খাটত। আর ওর একটা ভাই ছিল অজিতাভ। সে সন্ধ্যাবেলা একটা গাড়ি জোগাড় করে নিয়ে আসত, আর তাতে উঠে ও চলে যেত। নইলে ও খুব চুপচাপ একা বসে থাকত, বা আমার হেয়ার ড্রেসারের সঙ্গে বসে আছে, খাবার খাচ্ছে। খুব কষ্ট করে বড় হয়েছে। কিন্তু বড় হয়ে ভালো হয়েছে সেটা বলব না। এত জিনিস হলে না মানুষের তো ওটা কম হয়ে যায়। কারও উপকার করার কথা ভাবতেই পারবে না তারা।'
আরও পড়ুন: ঝরঝরে - মেদহীন স্ক্রিপ্টে থ্রিল - টুইস্ট ভরপুর! মাস্ট ওয়াচ ‘চালচিত্র’ -এ 'শোস্টপার' তানিকা
আরও পড়ুন: বলিউড - দক্ষিণ নয়, টলিউডও পারে, প্রমাণ করলেন দেব! অ্যাকশন থেকে নাচ - গানে ঠাসা খাদান কেমন হল?