অভিনেত্রী মৌনী রায় সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। কয়েকদিন অন্তর তিনি কাজের নতুন আপডেট, ঘুরে বেরোনোর ছবি, এমনকী অনেক সময় কমেন্টে ফ্যানদের মন্তব্যের জবাবও দেন। তবে শুক্রবার নিজের একটি পোস্টের কমেন্ট সেকশনে তার চেহারা নিয়ে এক কটূক্তির জবাব দিয়েছেন।
মৌনী সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যা হাজার হাজার লাইক এবং মন্তব্যে ভরপুর। তবে কিছু ট্রোলারও ছিল যারা কটূক্তি করেন। বিশেষ করে তাঁর মুখের ‘প্লাস্ট্ক সার্জারি’ নিয়ে আক্রমণ করেন কিছু মানুষ। একজন লিখেছেন, ‘সত্য বরাবরই কটু! আপনাকে তা মানতেই হবে, সে আপনি যেই হোন না কেন। আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জেন বেছে নেওয়া’।
মন্তব্যটি মৌনির মুখের কসমেটিক সার্জারির খবরের প্রসঙ্গে ছিল, যা অভিনেত্রী তাঁর সাক্ষাৎকারে স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তবে গুজব থেমে নেই।

মৌনির নজর এড়ায়নি এই মন্তব্যটি। তিনি জবাব দিয়ে লিখেছেন, ‘জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালোবাসা দিতে এবং আপনার কাজ সম্পর্কে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকুন। অন্যথায় এটা এতটাও মূল্যবান নয়।’
যদিও এত কিছুর পরেও অনেকেরই দাবি, প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়। যা শুরু হয়েছিল, 'ভূতনী'র ট্রেলার লঞ্চে। সেখানে তাঁকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। চোখের পাশে ফুলে উঠেছে। বদলে গিয়েছে মুখ। বলিউডের অন্দরের খবর, এর আগেও নাকি একাধিকবার প্লাস্টিক সার্জারি সাহায্য নিতে হয়েছে মৌনিকে।
যদিও তা নিয়ে প্রশ্ন করা হলে, মৌনি জানান, ‘কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এই সব মন্তব্যে মনযোগ না দিলেই হল। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।’