
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
'আমার গল্পটি ফুরালো…'! জানিয়ে দিলেন অভিনেত্রী শ্রীতমা মিত্র। মন দিতে চাই-এর ‘দোয়েল’ ভক্তদের জন্য খারাপ খবর। এই সিরিয়ালে আর দেখা যাবে না অভিনেত্রীকে। না, এখনই শেষ হচ্ছে না জি বাংলার এই ধারাবাহিক। তবে কাহিনিতে বিরাট টুইস্ট! তিতির নয়, মালিনী ব্যানার্জির হাতে নাকি খুন হতে চলেছে দোয়েল!
মালিনীর হাতে দোয়েলের আহত হওয়ার ঘটনা ইতিমধ্যেই দেখেছ দর্শক। এই ব্যাপারে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে হিন্দুস্তান টাইমস বাংলাকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন নায়িকা। শ্রীতমা বলেন, ‘হ্যাঁ, আমাকে আর মন দিতে চাই ধরাবাহিকে কোয়েল হিসাবে দেখা যাবে না। তবে সিরিয়াল চলবে’। নিজের জার্নি সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ অভিনেত্রী। জানান, ‘ভীষণ ভালো একটা জার্নি। ভীষণ অন্যরকম একটা চরিত্র, খুব নরম মনের একজন মানুষ দোয়েল। আমি এর আগে নেতিবাচক চরিত্র করেছি, তারপর এমন একটা পজেটিভ মানুষ দোয়েল, আজকালর দিনে বিরল। আমাদের সবার মধ্যেই একটা গ্রে শেড থাকে, কিন্তু দোয়েলকে যে যা বলে সবটা মুখ বুজে সহ্য করে নেয়।'
বাংলা টেলিভিশনের পরিচিত নাম শ্রীতমা, এর আগে ‘উমা’ ধারাবাহিকে আলিয়ার চরিত্রে নজর কেড়েছেন। এছাড়াও ‘কী করে তোকে বলব’, ‘পাণ্ডব গোয়েন্দা’র মতো জি বাংলার জনপ্রিয় মেগায় দেখা মিলেছে তাঁর। মন দিতে চাই ছাড়ার পর এই টিমের কাকে মিস করছেন? হাসিমুখে শ্রীতমার জবাব, ‘কোনও ব্যক্তি বিশেষকে নয়, আমি গোটা টিমটাকেই মিস করব। আমাদের টিম নেম্বররা সকলে খুব ভালো, দেড় বছরের এই সফরটা মনে রাখার মতো জার্নি।’
মাঝপথেই শেষ তাঁর চরিত্র। কতটা খারাপ লাগছে? শ্রীতমা আমাদের জানালেন,'খারাপ তো আছেই। প্রত্যেকটা চরিত্র অভিনেতা-অভিনেত্রীদের কাছে সন্তানের মতো। আমার কাছেও তাই। আমি দোয়েল চরিত্রটাক কোলেপিঠে করে বড় করেছি। প্রথমদিন থেকে আমি দোয়েলকে জেনেছি, চিনেছি, গড়ে তুলেছি তিল তিল করে। আমরা ১৪ ঘন্টা শ্যুটিং করি। বেশিরভাগ সময়টা দোয়েলই আমার মাথায় থাকে, অনেকগুলো দিন একটা মানুষের সঙ্গে কাটানোর পর হঠাৎ করে সে চলে গেলে যেমন লাগে… আমারও এখন তেমনই লাগছে। চরিত্রটা তো আমার সন্তান। খুব মিস করব দোয়েলকে'।
হোলির সেলিব্রেশনের ফাঁকেই থান ইট দিয়ে মালিনী খুনের চেষ্টা করে তিতিরকে। কিন্তু পরে দেখা যায়, তিতির নয় ভুলবশত দোয়েলকেই আহত করেছে সে, রক্তে ভাসছে দোয়েল। যদিও এখনও এই খবর জানাজানি হয়নি। নিঁখোজ দিদিকে হন্যে হয়ে খুঁজছে তিতির ও পরিবারের বাকিরা। দোয়েল কি সত্যি মারা যাবে নাকি গল্পে থাকছে অন্য কোনও চমক? সেটা স্পষ্ট নয়। তবে দোয়েল হিসাবে শ্রীতমা আর অভিনয় করবেন না।
৳7,777 IPL 2025 Sports Bonus