
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। গত সপ্তাহেই সামনে এসেছিল এই খবর। তারপর অভিনেতাকে শুভেচ্ছা জানান গোটা টলিউড। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে, মিঠুনকে বলতে শোনা যায়, প্রথম সিনেমার জন্য জাতীয় পুরষ্কার জয়ের পরে কীভাবে তাঁর আচরণে বদল এসেছিল। এতটাই, যে এক প্রযোজক তাঁকে বের করে দিয়েছিল সেট থেকে।
মিঠুন বলেন, ‘মৃগয়ার পর আমি জাতীয় পুরস্কার পাই। তারপর ওই যা হয়, আমি আল পাচিনোর মতো ব্যবহার করা শুরু করলাম। এমন হাবভাব, যেন আমিই পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা। আমার এই মনোভাবের কারণে একদিন এক প্রযোজক আমাকে 'গেট আউট' বলে সেট থেকে বের করে দিল। পরে আমি আমার ভুল বুঝতে পারি।’
আরও পড়ুন: মা দুর্গার সামনে অন্তর্বাসে মহিলারা! ‘মাকুদের প্রতিবাদ’ বলে কটাক্ষ তৃণমূলের
তিনি আরও বলেন, ‘আমার চলচ্চিত্র জীবন খুবই কষ্টের। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি কেন জীবনী লিখি না। আমি লিখি না কারণ, আমার গল্প মানুষকে অনুপ্রাণিত করবে না, নৈতিকভাবে তাদের নীচে নামিয়ে আনবে। তরুণরা যারা সংগ্রাম করছে, ওদের মনোবল ভেঙে দেবে। এটা এক কঠিন, এত বেদনাদায়ক। আমি কলকাতার একটি অন্ধ গলি থেকে এসেছি এবং বোম্বেও খুব কঠিন ছিল। একেকদিন খাবার পেতাম না, মাঝে মাঝে ফুটপাথে ঘুমাতাম।’
আরও পড়ুন: ‘মাইক ধরলেই ঠিক হয়ে যাবে…', পাবলিক ডিম্যান্ডে 'ধরা গলা'য় গান গাইলেন মমতা!
মিঠুন তাহাদের কথা এবং স্বামী বিবেকানন্দ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় পুরস্কার জিতেছিলেন। চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ডিস্কো ডান্সার, অগ্নিপথ, জল্লাদ এবং দালাল। ২০১৪ সালে রাজ্যসভার সাংসদ হন মিঠুন।
আরও পড়ুন: টেক্কা মুক্তির আগেই বড় সুখবর দিলেন দেব-রুক্মিণী,২০২৫-এর ২৩শে জানুয়ারি মহাধামাকা
পুজোয় মুক্তির অপেক্ষায় রয়েছে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবি। তাঁর দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ের খবর এসেছে, ছবি মুক্তির দিনকয়েক আগেই। যা নিঃসন্দেহে বড় ইতিবাচক জিনিস, গোটা টিমের কাছে। পথিকৃৎ বসু পরিচালিত শাস্ত্রীতে মিঠুনের সঙ্গে আরও আছেন দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
আর শাস্ত্রী পুজোয় মুখোমুখি হবে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা, যাতে অভিনয় করেছেন দেব-রুক্মিণী-স্বস্তিকা, আর বহুরূপী--র। বহুরূপীতে শিবপ্রসাদ নন্দিার পরিচালনায় দেখা যাবে ফের একবার আবির ও ঋতাভরীর জুটিকে।
৳7,777 IPL 2025 Sports Bonus