'মেঘ দেখেছেন? একটা মেঘ নাকি ২৪ ঘণ্টা আপনাকে ফলো করছে? এমনই এক মেঘের থেকে দূরে পালাতে দেখা গেল চন্দন সেনকে। লেন্সে চোখ রেখে তিনি খুঁজে পান এক টুকরো মেঘ। সেই এক টুকরো মেঘই নাকি সবসময় তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। এক ঝাঁক অচেনা মুখের সারির মাঝে কিছু একটা খুঁজে চলেছেন চন্দন সেন। আসলেই তিনি তাঁর মাথার উপরে একটা ছাদ খুঁজছেন। তিনি কি অবশেষে সেটা খুঁজে পাবেন? তাঁর হাতের মুঠোয় কি ধরা দেবে হারিয়ে যাওয়া মেঘ?
এমনই এক গল্পই উঠে এসেছে 'মানিকবাবুর মেঘ'-এর ট্রেলারে। আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে 'মানিকবাবুর মেঘ'। যে ছবির উপস্থাপনা করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা এবং গুরগাঁও-এ মুক্তি পেতে চলেছে এই ছবি। যার সাদাকালো ট্রেলারে রয়েছে চমক। ছবির ট্রেলারে এক্কেবারে অন্যরূপে দেখা গেল অভিনেতা চন্দন সেনকে। দেখা গেল অরুণ গুহ ঠাকুরতা, নিমাই ঘোষ, ব্রাত্য বসু, দেবেশ রায় চৌধুরীর মতো অভিনেতাকে।
প্রসঙ্গত, ছবির গল্প অনুসারে ছবির প্রধান চরিত্র মানিকবাবু তাঁর অসুস্থ বাবার সঙ্গে থাকেন। যিনি তাঁর কাছে একটা অ্যালার্ম ঘড়ি ছাড়া আর কিছুই নয়। মানিক একটা অপ্রীতিকর জীবনযাপন করেন। মানিকের বাবা একদিন মারা যান এবং মানিককে ভাড়াবাড়ি খালি করার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়। ঠিক যখন তার চারপাশের জগত ছিন্ন হতে শুরু করে, মানিক এমন একজনের সঙ্গে দেখা করেন যিনি তাঁর জীবনকে ভালোর জন্য বদলে দেবেন। তিনি একটা মেঘের সঙ্গে দেখা করেন। প্রাথমিকভাবে যদিও মানিকবাবু মনে করেছিলেন, মেঘ তাঁর পিছু নিয়েছে। তবে শীঘ্রই তাঁর ভুল ভাঙে। এখানে মেঘ ও একজন মানুষের মধ্যে একটা অন্যরকম ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। একটা অবাস্তব রোম্যান্স, যারমধ্যে একটা নতুন মানিককে বের হয়ে আসে। মানিকবাবুর জীবন এখানে রোলার কোস্টার যাত্রায় চালিত হয়।
'মানিকবাবুর মেঘ', যার ইংরেজি নাম ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’। এটি বাংলা ভাষায় নির্মিত অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। যে ছবির জন্য কিনা এর আগে রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রধান অভিনেতার পুরস্কার পেয়েছেন চন্দন সেন।
এছাড়াও প্রায় এটা বিভিন্ন দেশের ৩৮টি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় মোট ১৪ টি নমিনেশন ও পুরস্কার পেয়েছে ছবিটি। আর এবার এদেশের বিভিন্ন শহরে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবির উপস্থাপনা ছাড়াও এই ছবির প্রমোশনাল গান 'তোমার আমার গল্প' গেয়েছেন অনির্বাণ, যা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।