1 মিনিটে পড়ুন Updated: 13 Jun 2023, 11:26 AM ISTRanita Goswami
প্রযোজনা নিয়ন্ত্রক ও চলচ্চিত্র প্রযোজক NM বদুশা কাজান খানের মৃত্যুর খবরটি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘জনপ্রিয় খলনায়ক কাজান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি সিআইডি মুসা, বর্ণপাকিট্টু সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তাই পরিবারের প্রতি সমবেদনা রইল।’
প্রয়াত কাজান খান
বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত মালয়ালম অভিনেতা কাজান খান। সোমবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কাজান খানের মৃত্যুতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন। অভিনেতার আত্মার শান্তি কামনা করে সহ-অভিনেতা থেকে অনুরাগী, অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
প্রযোজনা নিয়ন্ত্রক ও চলচ্চিত্র প্রযোজক NM বদুশা কাজান খানের মৃত্যুর খবরটি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘জনপ্রিয় খলনায়ক কাজান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি সিআইডি মুসা, বর্ণপাকিট্টু সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তাই পরিবারের প্রতি সমবেদনা রইল।’এরপরই পর্দার খলনায়ক কাজান খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দক্ষিণী অভিনেতা দিলীপ, যিনি সিআইডি মুসা, দ্য ডন এবং ইভান মারিয়াদারমন-এ কাজান খানের বিপরীতে অভিনয় করেছিলেন, তিনিও অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।