আরশাদ ওয়ারসি, বলিউডের এই নামটির সঙ্গে এখন আর আলাদা করে পরিচয় করানোর দরকার নেই। গোলমাল, ধামাল, মুন্নাভাই সিরিজ সহ একাধিক হিট ছবি দিয়েছেন আরশাদ। সম্প্রতি ওয়েব সিরিজ 'অসুর'-এ দেখা গিয়েছে আরশাদকে। যদি আরশাদ বলছেন, তাঁর কেরিয়ার নিয়ে স্ত্রী মারিয়া গোরেটির দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা।
আরশাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, স্ত্রী মারিয়া ‘অসুর’ দেখেননি। কারণ, আতঙ্কিত হয়ে পড়বেন এমন কোনও ছবি বা সিরিজ তিনি দেখতে পছন্দ করেন না। তথাকথিত হালকা বিনোদন মূলক বিষয়বস্তুই বেশি পছন্দ মারিয়ার। 'অসুর'-এর মতো বিষয় মারিয়ার একেবারেই পছন্দ নয়। তাঁর সম্পর্কে স্ত্রী মারিয়ার ধারণা প্রসঙ্গে আরশাদ বলেন, ‘ও আমার বেশকিছু কাজের প্রশংসা করেছেন, তবে আমি অভিনয় করেছি, এমন বহু প্রকল্পই ওঁর পছন্দ হয়নি। মারিয়া কিন্তু এটা বিশ্বাস করে যে আমি ভালো অভিনেতা।’
আরও পড়ুন-‘সেলিব্রেশন শেষ, রাজ চলে গেল রাজের মতো…’, মিলন নয়, বিচ্ছেদের পথেই হাঁটছেন পরীমনি!
আরও পড়ুন-আলুথালু চুল, পায়ে বাঁধা ব্য়ান্ডেজ, কী আবার হল প্রিয়াঙ্কার?
আরও পড়ুন-বিরাটের উপর রাগ, অনুষ্কাকে ‘অপয়া’ বলে গায়ের জ্বালা মেটাল এক শ্রেণির উশৃঙ্খল সমর্থক

স্ত্রী মারিয়ার সঙ্গে আরশাদ
আরশাদের কথায়, ‘এমন বহুবার ঘটেছে, আমি মারিয়াকে জিগ্গেস করেছি, আমার পারফরম্যান্স কেমন লাগল? উত্তরে ও সাফ জানিয়ে দিয়েছে, এই প্রশ্নটা যেন আমি ওকে আর না করি। কারণ, মারিয়ার মনে হয় আমি ভালো অভিনেতা, কিন্তু প্রকল্পগুলি ঠিকঠাক বাছাই করি না। যেগুলো বেছে নি, বেশিরভাগই নাকি খারাপ। ’
আরশাদ জানান, তাঁর দুই ছেলেমেয়েও মায়েরই মতো। ছেলে জেকে এবং মেয়ে জেনও নাকি ‘অসুর’ দেখেননি। অভিনেতার কথায়, তিনি চেয়েছিলেন জেকে ও জেন 'অসুর' দেখুন, কিন্তু তিনি তাতে পাত্তা পাননি। প্রসঙ্গত আরশাদ জানিয়েছেন তাঁর ছেলে জেকে বর্তমানে ১৮ বছর বয়সী, যিনি কিনা পরিচালক রাজকুমার হিরানির সহকারী হিসাবে কাজ করছেন।
প্রসঙ্গত, অনি সেন পরিচালিত 'অসুর'-এ আরশাদ ওয়ারসি ছাড়াও অভিনয় করেছেন বরুণ সবতি, ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অ্যামি ওয়াঘ, ম্যাং চ্যাং সহ অন্যান্যরা।