স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত দুর্গাপুর জংশন ছবিটি সদ্যই মুক্তি পেয়েছে। এই ছবিতে তিনি একজন ইনভেস্টিগেটিক জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বর্তমান সময়ের সাংবাদিকতা নিয়ে কী বললেন?
আরও পড়ুন: 'বৌঠান'কে ভুলে অন্য নারীর সঙ্গে জন্মদিন পালন! এবার কি তবে দূরত্ব বাড়বে স্বতন্ত্র-কমলিনীর?
সাংবাদিকতা নিয়ে কী বললেন স্বস্তিকা?
এদিন হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় কথা বলেন সাংবাদিকতা নিয়ে। সেখানেই তিনি বলেন, 'আমার সত্যিই মনে হয় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার আগে সাংবাদিকদের সত্যিই ভীষণ কঠোর পরিশ্রম করতে হতো। খবর খুঁজতে হতো। তখন সব কিছু আঙুলের ডগায় উপস্থিত থাকত না। পাওয়া যেত না। তখন ওঁরা অনেক বেশি পরিশ্রম করতেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবটা অনেক বদলে গেছে। কারও সঙ্গে যোগযোগ করে সঠিকটা জানার বদলে আমরা এখন সব তথ্য ফোন থেকেই পেতে চাই। এখন যেটা নেই, সেটা হল ফ্যাক্ট চেক। সবই এখন শোনা যাচ্ছে বলে চালানো হয়।'
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন একই সঙ্গে বলেন, 'সাংবাদিকদের উচিত ফ্যাক্ট চেক করা যে আদৌ ঘটনাটা ঘটেছে কিনা। সবাই এখন ব্রেকিং নিউজের পিছনে ছুটে বেড়াচ্ছে। হাজারটা পোর্টাল সবাই ব্রেকিং নিউজের পিছনে ছুটছে। কে কার আগে পোস্ট করবে। কিন্তু আদৌ কি ঘটনাটা ঘটছে সেটা জানে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি নেতিবাচক খবর বেশি ভাইরাল হয় পজিটিভ খবরের থেকে। একবার ভুল তথ্য ভাইরাল হলে হইচই পড়ে যায়। এটা দুর্ভাগ্যের যে আমরা যে সময় এখন আছি সেখানে সবাই ছুটে চলেছে। কেউ পিছু ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না।'
প্রসঙ্গত দুর্গাপুর জংশন ছবিটি ২৫ এপ্রিল বড় পর্দায় রিলিজ করল। অরিন্দম ভট্টাচার্য ছবিটির পরিচালনা করেছেন। শিবপুর ছবিটির পর আবারও এখানে তাঁর পরিচালনায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়ও। এই ছবিতে অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। সাহেব বিবি গোলাম ছবির পর আবারও দুর্গাপুর জংশনে স্ক্রিন ভাগ করলেন বিক্রম এবং স্বস্তিকা। আমেরিকার বুকে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বনে করে বানানো হয়েছে দুর্গাপুর জংশন। ওষুধের বিষক্রিয়ায় একের পর এক মৃত্যু। এগুলো কি আদৌ মৃত্যু নাকি খুন? সেই উত্তর মিলবে ছবিতেই। দুর্গাপুর জংশন ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাজদীপ সরকার, একাবলি খান্না, প্রদীপ ধর প্রমুখ।