মালাইকা অরোরা, সুজান খান এবং আরসালান গোনির পাশাপাশি মাহিপ কাপুর, সীমা সাজদেহ এবং আরও অনেক সেলিব্রিটি স্টাইলিশ লুকে একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন।
মুম্বইয়ের ইভেন্টে মালাইকা অরোরা, সুজান খান এবং আরসালান গনি। (ছবি: বরিন্দর চাওলা)
শনিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে বলিউড তারকাদের চাঁদের হাট। লাল গাউনে গ্ল্যামারাস অবতারে হাজির অভিনেত্রী মালাইকা আরোরা। বলি ডিভার থেকে চোখ সরছে না ভক্তদের। মালাইকার ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। ‘ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’ মাহীপ কাপুর, সীমা সাজদেহ, অভিনেতা কুণাল কাপুর, ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান এবং বয়ফ্রেন্ড আরসালান গোনিও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
কালো পোশাক, বাদামী হিল এবং একটি চঙ্কি বেল্ট পরে এ দিন দেখা মিলেছে সুজান খানের। ভেন্যুতে যাওয়ার আগে পাপারাজ্জিদের জন্য পোজ দেন তাঁরা। অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান। প্রাক্তন এই দম্পতির দুই পুত্র সন্তান- রেহান এবং হৃদান। বর্তমানে আরসালান গোনিকে ডেট করছেন সুজান। হৃতিক ডেট করছেন সাবা আজাদকে।