জোর কদমে চলছে দাদাগিরির সিজন ১০। টিআরপি তালিকাতেও দুর্দান্ত ফল সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রিয়েলিটি শো। খেলতে আসা প্রতিযোগীদের মাতিয়ে রাখেন দাদা। তাই শুধু যে তারকা স্পেশাল এপিসোডগুলি হিট হয় এমনটা নয়, বরং সাধারণের উপস্থিতিতেও দাদাগিরি হয়ে ওঠে আসাধারণ। আর যদি কচি-কাঁচারা থাকে, তাহলে তো কথাই নেই। খুদেদের সঙ্গে নিজেও বাচ্চা হয়ে যান সৌরভ।
খুদেদের একটি এপিসোডের প্রোমো সম্প্রতিই শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলে শাঁখে ফুঁ দিতে গিয়ে বেশ নাজেহাল। যদিও সেকথা মানতে নারাজ সে। সৌরভকে বলেন, ‘এতক্ষণ ভালোই বাজছিল। তোমার সামনে এসে এরকম হচ্ছে।’ ওমা আরেক খুদে আবার হাতে প্ল্যাকার্ড নিয়ে চিৎকার জুড়েছে ‘ভোট দাও, ভোট দাও’। যা দেখে সৌরভ বলেন, ‘তুই একেবারে রেডিমেড। ১৮ হলেই আমি পাঠিয়ে দেব।’
আরও পড়ুন: লাল শাড়ি, গলায় রুদ্রাক্ষ, হাতে অস্ত্র, দেবী চৌধুরানীর চোখ ধাঁধানো লুকে শ্রাবন্তী
রাজনীতি নিয়ে কিন্তু সৌরভকে জড়িয়েও হয় অনেক চর্চা। তৃণমূল আর বিজেপি, দুই দলের ঘনিষ্ঠ হিসেবেই ধরা হয় সৌরভকে। মাঝে তো রটে গিয়েছিল, চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে ভোটেও দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হওয়ায় চর্চা আরও বেড়েছিল। সেখানে গিয়েই তিনি রাজ্যের শিল্পায়ন নিয়ে করেছিলেন বড় ঘোষণা। জানিয়ে দিয়েছিলেন, শালবনীতে তিনি একটি স্টিল ফ্যাক্টরি গড়তে চলেছেন। যা নিয়ে কটাক্ষ করেছিল বিজেপির কিছু নেতাও। আরও পড়ুন: ‘দিল ডুবা তেরে প্যায়র মে…!’ চটছেন হাসিন, শামি-তেই মজে আছেন পায়েল