মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। আর সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশনী মুখোপাধ্যায়কে। আগামী ১১ অগাস্ট এই সিরিজ জি ফাইভে মুক্তি পাচ্ছে। সেই সিরিজের প্রচারে এসে এবার ট্রোল এবং ট্রোলারদের প্রসঙ্গে মুখ খুললেন বনি প্রেয়সী।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘আবার প্রলয়’ সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, গৌরব চক্রবর্তী, নুসরত ফারিয়া, জুন মালিয়া প্রমুখ। এখানে একদমই নতুন লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী কৌশানী। তবে কেবল লুক বদলেছে যে এমনটাই নয়, বদলেছে তাঁর কথাও। এখানে তিনি আঞ্চলিক ভাষায় কথা বলবেন।
আঞ্চলিক ভাষা শেখার জন্য বা চরিত্রের খাতিরে অন্যান্য বিষয় রপ্ত করার জন্য বেশ কিছুদিন সুন্দরবনে ছিলেন তিনি। এটাই তাঁর প্রথম সুন্দরবন যাওয়া বা ঘোরা ছিল। কাজের জন্য রথ দেখা আর কলা বেচা দুইই হয়ে গেল আর কী! সেই জন্য তিনি পরিচালককে ধন্যবাদ জানাতে ভোলেননি। ফলে এই সিরিজের জন্য যে কৌশানী অনেকটাই প্রস্তুতি নিয়েছেন সেটা বলা যায়।
অভিনেত্রী এই প্রসঙ্গে বলেছেন, 'রাজ চক্রবর্তীকে ধন্যবাদ আমাকে এই সিরিজে সুযোগ দেওয়ার জন্য। তিনি নিজের ইচ্ছে মতো এই চরিত্রের আদল গড়ে তুলেছেন। অনেকে যেটা করতে ভয় পান তিনি সেটা করে দেখান। তিনি বেশ ভালো বোঝেন কাকে কোন বেশে মানাবে। এই জন্যই রাজ একজন স্টারমেকার।'
তবে এদিন কেবল ‘আবার প্রলয়’ নয়, আরও একটি প্রসঙ্গে মুখ খোলেন কৌশানী। আর সেটা হল ট্রোলিং। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। তবুও তিনি সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট করেন না কেন সেটা নিয়েই শুরু হয়ে যায় ট্রোল। সেটা ছবি হলে ছবি, বা অন্য কোনও পোস্ট হলে তাই। ট্রোলাররা যেন মুখিয়ে থাকেন তাঁকে ট্রোল করবেন বলেই। এবার সেই বিষয়ে কথা বললেন কৌশানী।
আরও পড়ুন: টলিউডে কমছে ব্লকব্লাস্টার হিটের সংখ্যা, 'বাজার বদলাচ্ছে আমাদেরও বদলানো উচিত' মত রাজের
অভিনেত্রী সেই বিষয়ে বলেন, 'আমায় অনেক সময়ই অনেক অনুষ্ঠানে যেতে হয়। সেখানে উপস্থিত মানুষ ভক্তদের অনুরোধেই আমায় গাইতে হয়। আর আমি গান গাইলেই পরে সেই নিয়ে ট্রোল্ড হই। সবাইকে এটা মনে রাখতে হবে যে আমি একজন অভিনেত্রী, গায়িকা নই। যাঁরা সেই অনুষ্ঠানে থাকেন তাঁদের অনুরোধেই গাই। তাই আমি কখনও ট্রোলারদের উপর রাগ করি না। বরং ভক্ত হয়ে যাই।'