বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কাকে ভুলতে চান’, ভুল ভুলাইয়া ২-র ট্রেলার লঞ্চে মুখের উপর জবাব কিয়ারার
মঙ্গলবারই মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’-র ট্রেলার। তবে ট্রেলার লঞ্চের প্রেস কনফারেন্সে সিদ্ধার্থ মলহোত্রাকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল কিয়ারা আডবানিকে। যদিও সেই প্রশ্ন বেশ ভালোমতোই সামলে নেন তিনি।
সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারার সম্পর্ক ভাঙার খবর এখন চারদিকে। মঙ্গলবার প্রেস কনফারেন্সে এক সাংবাদিক অভিনেত্রীকে প্রশ্ন করেন, ‘এই যে ভুল ভুলাইয়া, আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি ভুলে যেতে চান?’ তাতে খানিক না ভেবেই কিয়ারা উত্তর দেন, ‘কাউকে ভুলতে চাই না! যারাই আমার জীবনে এসেছে আমাকে কিছু না কিছু দিয়ে গিয়েছে। কেন চাইব ভুলতে!’ আরও পড়ুন: কিয়ারার সাথে ব্রেকআপে মন খারাপ সিদ্ধার্থর, তবে এটা কী করে বসলেন ‘শেরশাহ’ নায়ক!