কৌন বনেগা ক্রোড়পতি ১৭ আপডেট: অমিতাভ বচ্চন সঞ্চালিত বিখ্যাত কুইজ রিয়েলিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি ১৭' ধামাকা দিয়ে শুরু হয়েছে। শোটি শুরু হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছে। শুধু প্রতিযোগীরাই নন, আরও একবার কেবিসি-তে অমিতাভকে পেয়েও দর্শকরা খুব খুশি।
'কৌন বনেগা ক্রোড়পতি ১৭'-এর একটি সাম্প্রতিক প্রোমো সোনি টিভিতে শেয়ার করা হয়েছে। এই প্রোমোতে দেখানো হয়েছে, উত্তরাখণ্ডের বাসিন্দা আদিত্য কুমার দারুণভাবে খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আদিত্য অমিতাভের করা সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এভাবে ১ কোটির প্রশ্নের সঠিক উত্তরও দিয়ে দেন আদিত্য। এক কোটি টাকা জেতার পর খুশিতে ফেটে পড়েন আদিত্য। বিগ বিও উঠে আদিত্যকে জড়িয়ে ধরেন।
তবে এখানেই থেমে থাকলেন না উত্তরাখণ্ডের এই ব্যক্তি। এক কোটি টাকা জয়ের পর, ৭ কোটির প্রশ্ন খেলারও ইচ্ছেপ্রকাশ করেন আদিত্য। এখন সবার চোখ 'কৌন বনেগা ক্রোড়পতি ১৭'-র জ্যাকপট প্রশ্নে। ৭ কোটির জ্যাকপট প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন কি না, তা জানতে মরিয়া সকলেই। এখন দেখার সিজন ১৭-র প্রথম কোটিপতি কত টাকা নিয়ে ঘরে ফেরেন।
খেলার সময় আদিত্য অমিতাভ বচ্চনের সামনে তাঁর কলেজের দিনগুলির একটি মজার ঘটনা বর্ণনা করেছিলেন। আদিত্য জানান, কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কেবিসি নিয়ে রসিকতা করতেন তিনি। তিনি বলেছিলেন, কলেজে শুটিং হতে চলেছে কেবিসিতে। এ কথা শুনে সব বন্ধুরা প্রতিদিন রেডি হয়ে আসত, কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলে আদিত্য নিজেই জানায় যে সে মজা করছে। একথা শুনে বিগ বি খুব হেসে উঠলেন। আদিত্য আরও জানান, তাই শেষ পর্যন্ত যখন তিনি এই শোয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন, তখনও তাঁর বন্ধুরা এটাকে কৌতুক হিসেবেই নিয়েছিলেন।