জমিয়ে শুরু হয়ে গেছে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৩ নম্বর সিজন। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই নতুন সিজনের সম্প্রচার। সোম থেকে শুক্র সোনি টিভিতে সম্প্রচারিত হয় এই গেম শো। পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যায় কৌন বনেগা ক্রোড়পতি।সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই ছোটপর্দায় রমরমিয়ে চলছে কেবিসি-র ওই নতুন সিজন।
আগেই জানা গেছিল কেবিসি-র চলতি সিজনের প্রতি সপ্তাহে 'শানদার শুক্রবার' নামের বিশেষ পর্বে হট সিটে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসতে দেখা যাবে তারকাদের। এবারে সেই বিশেষ পর্বে যে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সেহবাগ, সে খবর জানা গেছিল আগেই। সম্প্রতি, সেই পর্বের একটি প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছিল নেটদুনিয়ায়। এবারে সামনে এল শোয়ের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে হট সিটে বসে রয়েছেন অমিতাভ বচ্চন। উল্টোদিকে বীরেন্দ্র সেহবাগকে পাশে নিয়ে প্ৰতিযোগী হিসেবে বসে রয়েছেন সৌরভ।শো চলাকালীন সৌরভের উদ্দেশে প্রায় করজোড়ে অমিতাভের অনুরোধ তিনি যেন একটি 'বিশেষ কাজ' না করেন কারণ তার ফলে অমিতাভের কেবিসি-র চাকরিটা চলে যেতে পারে।

খেলা শুরু করার আগে সৌরভ এবং বীরুর উদ্দেশে অমিতাভ বলে ওঠেন, 'আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা এই শোয়ে আসতে রাজি হয়েছেন'। 'বিগ বি'-র কথা শেষ হতে না হতেই লেগ গার্ড না নিয়েই চিরাচরিত মেজাজে বল বাউন্ডারির ওপারে পাঠানোর মতো 'দাদা'-র পাল্টা জবাব, ' স্যার, অনুমতির কোনও ব্যাপারই নেই এখানে। আমাদের দু'জনকে বলা হয়েছিল বচ্চন সাহাব আপনাদের এই শোয়ে দেখতে চাইছেন। সেই শুনেই তড়িঘড়ি করে এখানে এসে হাজির হয়েছি! আপনি ডেকেছেন যখন যেখানেই থাকতাম হাজির হতাম'। সৌরভের বলার ভঙ্গিমায় ততক্ষণে হাসতে হাসতে কুটোপাটি খাচ্ছেন 'বিগ বি'। সেই হাসিতে যোগ দিয়েছেন সেহবাগও।
এরপর ২০০১ সালে টস করার আগে ২২ গজে স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার সেই বিতর্কিত ঘটনার নেপথ্যে থাকা আসল ঘটনাও ফাঁস করেন 'মহারাজ'। এরপর এ কথা সেকথার মাঝে দর্শকদের উদ্দেশে অমিতাভ জানান যে একসময় বাংলায় 'কেবিসি'-র সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গাঙ্গুলি স্বয়ং।
এরপর ২০০১ সালে টস করার আগে ২২ গজে স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার সেই বিতর্কিত ঘটনার নেপথ্যে থাকা আসল ঘটনাও ফাঁস করেন 'মহারাজ'। এরপর এ কথা সেকথার মাঝে দর্শকদের উদ্দেশে অমিতাভ জানান যে একসময় বাংলায় 'কেবিসি'-র সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গাঙ্গুলি স্বয়ং।
|#+|
তারপরেই 'মহারাজ'-এর উদ্দেশে 'শাহেনশাহ'-র কাতর গলায় আর্তি, 'আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। বড্ড বিপদে পড়ে যাব!' অমিতাভের মজাদার ভঙ্গিতে বলা সেই কথা শুনে উপস্থিত দর্শকদের সঙ্গে হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় উল্টে পড়েন সৌরভ এবং সেহবাগ।