৯ মে সাতপাকে বাঁধা পড়বেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। পরিণতি পাবে তাঁদের প্রেম। তার আগে আপাতত চলছে আইবুড়োভাত পর্ব। ৩মে শুক্রবারই ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানো হয় কৌশাম্বি চক্রবর্তীকে। তার নানান মুহূর্ত উঠে এসেছিল কৌশাম্বির সোশ্যাল মিডিয়া পোস্টে।
তবে একবার নয়, 'ফুলকি'র সেটে একই দিনে দু'বার আইবুড়ো ভাত খাওয়ানো হয় কৌশাম্বিকে। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তেমনই মনে হচ্ছে। কৌশাম্বির পোস্টে দেখা গিয়েছিল তাঁকে টেবিলে বসে ভাত, মাছ, পোলাও, দুই, মিষ্টি সহযোগে আইবুড়োভাত খেতে। পরে ফের ‘ফুলকি’র মেকআপ রুমে ফের একবার আইবুড়ো ভাত খেতে দেখা গেল কৌশাম্বিকে। সেই মজাদার মুহূর্তটি উঠে এসেছে 'ধানু' ওরফে অভিনেত্রী পিয়ালী শাসমলের ইনস্টাগ্রামে।
ভিডিয়োতে পিয়ালীকে বলতে শোনা যায়, ‘৬ মাস আগে ফুলকি-র মেকআপ রুমে একজনকে (অর্পিতা মণ্ডলকে) আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল তখন যে সবকিছুর আয়োজন করেছিল, আজ তারই আইবুড়োভাত।' এরপরই দেখা মেলে কৌশাম্বির, শাড়ির সঙ্গে গাঁদা ফুলের মালা পরে দেখা যায় তাঁকে। সকলের কাণ্ডকারখানায় তখন হেসে লুটোপুটি আদৃতের হবু বউ। সকলে তখন উলুধ্বনি দিচ্ছেন। দেখা গেল আইবুড়ো ভাতের থালায় সাজানো চাউমিন, কাটলেট, পকোড়া, পাশে রাখা দই-মিষ্টি, আর কোল্ড ড্রিংস। গোটা টেবিল গাঁদা ফুল দিয়ে সাজানো।
আরও পড়ুন-বিয়ের আর কটা দিনই তো বাকি, কব্জি ডুবিয়ে আইবুড়োভাত খেলেন আদৃত প্রিয়া কৌশাম্বি