'বাহুবলী' খ্যাত অভিনেতা প্রভাস সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলি-অভিনেতা সানি সিং-কে। তবে ভুল তারিখে। আসলে 'প্যায়ার কা পঞ্চনামা ২' ছবির নায়ক সানির জন্মদিন ৬ অক্টোবর। কিন্তু একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবারই সানিকে জন্মদিন 'উইশ' করেছেন দক্ষিণী তারকা। এবং তা দেখামাত্রই একটি মজার কমেন্ট ঠুকেছেন কার্তিক আরিয়ান।
প্রভাসের সেই পোস্টে কার্তিক কমেন্ট করেছেন, 'স্যার, ও আপনাকে মিথ্যে বলেছে।সানির জন্মদিন আসলে কিন্তু কাল'। এই পোস্টের প্রসঙ্গে সানিকেও ছাড়েননি কার্তিক। সানির উদ্দেশে করা প্রবাসের সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে 'বার্থডে বয়'-কে ট্যাগ করে কার্তিকের প্রশ্ন, 'কী রে, তোর জন্মদিন তো আগামীকাল। বাহুবলীকে মিথ্যে বলেছিস কেন?' কার্তিককে ছাড়েননি সানিও। মজার সুরে তাঁর জবাব, 'যখন বড়দা উইশ করে বলে দিয়েছে, তার মানে আজকেই আমার জন্মদিন। ব্যাস! আর তাছাড়া শুভেচ্ছাবার্তা পাচ্ছি তো আমি। তুই মাঝখান থেকে এত নাক গলাচ্ছিস কেন?'

'বাহুবলী' খ্যাত অভিনেতা প্রভাস সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলি-অভিনেতা সানি সিং-কে। তবে ভুল তারিখে। আসলে 'প্যায়ার কা পঞ্চনামা ২' ছবির নায়ক সানির জন্মদিন ৬ অক্টোবর। কিন্তু একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবারই সানিকে জন্মদিন 'উইশ' করেছেন দক্ষিণী তারকা। এবং তা দেখামাত্রই একটি মজার কমেন্ট ঠুকেছেন কার্তিক আরিয়ান।
প্রভাসের সেই পোস্টে কার্তিক কমেন্ট করেছেন, 'স্যার, ও আপনাকে মিথ্যে বলেছে।সানির জন্মদিন আসলে কিন্তু কাল'। এই পোস্টের প্রসঙ্গে সানিকেও ছাড়েননি কার্তিক। সানির উদ্দেশে করা প্রবাসের সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে 'বার্থডে বয়'-কে ট্যাগ করে কার্তিকের প্রশ্ন, 'কী রে, তোর জন্মদিন তো আগামীকাল। বাহুবলীকে মিথ্যে বলেছিস কেন?' কার্তিককে ছাড়েননি সানিও। মজার সুরে তাঁর জবাব, 'যখন বড়দা উইশ করে বলে দিয়েছে, তার মানে আজকেই আমার জন্মদিন। ব্যাস! আর তাছাড়া শুভেচ্ছাবার্তা পাচ্ছি তো আমি। তুই মাঝখান থেকে এত নাক গলাচ্ছিস কেন?'
|#+|
প্রসঙ্গত, ওম রাউতের পরিচালনায় 'আদিপুরুষ' ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সানি। ছবিতে 'শ্রীরাম' এর চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকাকে। অন্যদিকে রামের ভাই লক্ষণের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন সানি। ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান।