‘মা শুধু চান না যে আমি নষ্ট হয়ে যাই। তাঁর আশঙ্কা আমি এখনও নষ্ট হতে পারি। আমি যে জীবন যাপন করেছি যেখানে আমি আমার উপার্জনের চেয়েও বেশি ব্যয় করেছি। আর মা এটা পছন্দ করেন না। তাই আমার টাকা পয়সা মায়ের হেফাজতে। মা শুধু আমায় হাত খরচের টাকা দেন।’
কার্তিক আরিয়ান
বলিউডে বর্তমান প্রজন্মের সফল অভিনেতাদের মধ্যে তিনি একজন। বহু ছবি ও বিজ্ঞাপনে অভিনয়ের পর কার্তিক আরিয়ানের ব্যাঙ্ক ব্যালেন্স নেহাত কম হওয়ার কথা নয়। তবে কার্তিক আরিয়ান বলছেন, তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স, অ্যাকাউন্ট সবই নাকি তাঁর মায়ের কন্ট্রোলে। হ্য়াঁ, সম্প্রতি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন কার্তিক।
ঠিক কী বলেছেন কার্তিক আরিয়ান?
কার্তিক বলেন, ‘আমার মা আমার টাকাপয়সার দেখাশোনা করেন। আমি জানি না আমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা টাকা আছে কি নেই। তবে আমার মা আমাকে প্রত্যেক মাসে পকেট মানি দেন, কিছু কিনতে হলে ওঁর (মায়ের) অনুমতি নিতে হয়।’
কার্তিক আরও বলেন, ‘আমি আমার জন্মদিনে একটা গাড়ি কিনতে চেয়েছিলাম কিন্তু মমি টাকা নেই বলে বারণ করে দিলেন। মা বলেন, পরের হয়তো পরের বছর বা আরও পরে কিনতে পারো কিন্তু এখন নয়।’ তাঁর কথায়, ‘আমি এমনকি জানিও না কোথায় কীভাবে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে হবে, আমার কত টাকা আছে, আমি কতগুলো, কী অ্যাকাউন্ট, কিছুই জানি না। অগত্যা মায়ের উপরই তাই ভরসা করতে হয়।’