Kartik Aaryan Chandu Champion Shoot: কেরিয়ার এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। ছবির নাম ‘চন্দু চ্যাম্পিয়ন’। শনিবার সকালে কার্তিক একটি ক্যাজুয়াল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
কোথায় শ্যুটিং করছেন কার্তিক?
‘ভুল ভুলাইয়া ২’ ছবির পরই কবীর খান পরিচালিত ছবির কাজে হাত দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ছবির নাম ‘চন্দু চ্যাম্পিয়ন’। ছবির প্রযোজনায় সাজিদ নাদিয়াওয়ালা। এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এই ছবি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন নির্মাতারা। লন্ডনে ছবির মহরত সারা হয়েছে। চলছে ছবির শ্যুটিংও। ছবির একটা বড় অংশের শ্যুটিং হয়েছে কাশ্মীরে।
কেরিয়ার এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। শনিবার সকালে কার্তিক একটি ক্যাজুয়াল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিতে অভিনেতাকে ধূসর রঙের ভেস্ট এবং কালো ট্র্যাক প্যান্ট, হলুদ চপ্পল পরে দেখা গিয়েছে। সঙ্গে আকর্ষণীয় লাল টুপি পরেছেন অভিনেতা। পাহাড়ের উপরে বসে মনোরম দৃশ্য উপভোগ করছেন কার্তিক। হাতে চায়ের কাপ। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে এই ছবি তুলেছেন অভিনেতা। আরও পড়ুন: তারাপীঠে মন্দিরে পুজো দিলেন শ্রীময়ী, খেলেন ভোগ, সঙ্গে কে ছিলেন
ছবি পোস্ট করে ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘গেস করুন আমি কোথায়?’ মন্তব্য বিভাগে কেউ লিখেছেন আসন্ন চলচ্চিত্র ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর শ্যুটিংয়ের জন্য মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর শহর ওয়াইতে রয়েছেন তিনি। দেখুন ছবি-