আদর জৈন এবং অলেখা আডবানি দুই সপ্তাহ আগে গোয়াতে তাঁদের বিয়ে উদযাপন সেরেছিলেন। এবার প্রকাশ্যে এল সেই বিশেষ দিনের ছবি, আর তা প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। তাছাড়াও তাঁরা তাঁদের অন্তরঙ্গ অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটিতে তাঁরা ২০ বছর আগে তাঁদের দেখা হওয়ার নানা মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছেন। তাঁদের এই বিশেষ মুহূর্তে হাজির ছিলেন কারিশ্মা কাপুর, নীতু কাপুর এবং সামাইরা কাপুর।
কারিশ্মা কাপুর তাঁর মেয়ে সামাইরা কাপুরের সঙ্গে গোয়ায় তাঁর তুতোভাই আদার জৈনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন নীতু কাপুর, নিতাশা নন্দা, আদার বাবা ও মা রিমা এবং মনোজ জৈন, আরমান জৈন, আনিসা মালহোত্রা এবং আরও অনেকে।
আদার এবং আলেখা তাঁদের বিশেষ দিনের ভিডিয়ো শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘যে জায়গায় আমি বড় হয়েছি, যাঁর সঙ্গে আমি বড় হয়েছি, সে আজ আমার চিরদিনের ১২/১/২৫।’ ভিডিয়োতে দেখা যায় আরমান জৈন নানা মজার কথা বলছেন। তারপর আদার এবং আলেখাকে চুমু খেতেও দেখা যায়। সেই সময় কারিশ্মা, নীতু, সামাইরা এবং অন্যরা মন্ত্রমুগ্ধ হয়ে তাঁদের দিকে তাকিয়ে ছিলেন।
কারিশ্মা কাপুরকে নীল রঙের পোশাকে দেখা গিয়েছিল। তাঁর মেয়ে সামাইরা কাপুর পরেছিলেন একটি ধবধবে সাদা রঙের গাউন। নীতু কাপুরের পরনে ছিল সাদা কো-অর্ড সেট।
আরও পড়ুন: ইচ্ছেপূরণ রবিনা-কন্যার! মাকে সঙ্গে নিয়েই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন রাশার
ভিডিয়োয় আদর বলেন, ‘২০ বছর আগে যে মুহূর্ত থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি, আমি আমার মন থেকে জানতাম যে তুমি সত্যিই বিশেষ। আমি তখন এটা বুঝতে পারিনি কিন্তু আজ এখানে আমাদের সমস্ত পরিবার এবং বন্ধুদের সামনে তোমার সঙ্গে দাঁড়িয়ে, সবকিছুই নিখুঁতভাবে বোঝা যায় যে তুমি প্রথম মেয়ে যাঁর সঙ্গে আমি কথা বলেছি, আমার জীবনের প্রথম ক্রাশ, গত ২০ বছর ধরে আমারা প্রিয় বন্ধু এবং এখন আমারা শীঘ্রই হতে চলেছি।’
অন্যদিকে আলেখা বলেছেন, ‘আমাদের গল্পটা যখন শুরু হয়েছিল আমি জানতাম তার কয়েক বছর আগে থেকে। আমরা দু’জনই তখন ছোট ছিলাম, সেই সময় আলটামাউন্ট রোডের বাসস্টপে একে অপরের দিকে লাজুক ভাবে তাকিয়েছিলাম। কে ভেবেছিল যে আমরা একদিন এতটা পথ একসঙ্গে হাটব।'
প্রসঙ্গত, আলেখা এবং আদার ২০২৪ সালের নভেম্বরে মুম্বইতে তাঁদের রোকা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানটিও ছিল অন্তরঙ্গ। কারিনা কাপুর খান, করিশ্মা কাপুর, নীতু কাপুর, রণবীর কাপুর, নভ্যা নন্দা-সহ কাপুর পরিবারের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।