Kareena Kapoor: সন্তানহারা 'জ্যাস' করিনা করবেন শিশু খুনের কিনারা, কী ঘটবে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ? Updated: 16 Oct 2023, 08:52 PM IST Ranita Goswami এই ছবিতে নিজের সন্তানকে হারিয়েছেন এই গোয়েন্দা, এবার তাঁরই কাঁধে ১০ বছরের এক খুদের খুনের কিনারা করার দায়িত্ব। গোটা ঘটনার প্রেক্ষাপট ইংল্যান্ডের বাকিংহামশায়ার।