করিনা কাপুর খান এবং সইফ আলি খান তাঁদের ছোট ছেলে জেহের চার বছরের জন্মদিনের মারিও থিমের আয়োজন করেছিলেন। পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার ১৫ ফেব্রুয়ারি উদযাপন সারেন তাঁরা। জেহ আনুষ্ঠানিক ভাবে ২১ ফেব্রুয়ারি চার বছরের হবে, তাঁর আগেই প্রকাশ্যে এল উদযাপনের ছবি।
পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুন, মারিওর নানা রকমের মূর্তি এবং জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল। ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে। কারিনা কাপুর জেহের প্রিয় কার্টুনের থিমে ভ্যেনুটি সাজিয়ে তোলার জন্য ইভেন্ট প্ল্যানিং কোম্পানিকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: 'এস এস রাজামৌলির সিনেমায় যুক্তি নেই…', কেন এমন দাবি করলেন করণ
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানি-সহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা নিয়ে এদিনের উদযাপন সারেন তাঁরা। অতিথিরা তাঁদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন। উদযাপনে একটি আরামদায়ক কিন্তু উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। গত বছরের জেহ -এর জন্য স্পাইডারম্যান- থিমের আয়োজন করা হয়েছিল। সেখানে সাবা পতৌদি উপস্থিত ছিলেন, তিনি উৎসবের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে করিনা, সইফ, সোহা আলি খান এবং সোহার মেয়ে ইনায়াকে নজর কাড়তে দেখা গিয়েছিল।
তবে কিছুদিন আগে সইফ আলি খানের উপর ছুরিকাঘাতের ঘটনার পর, বর্তমানে তাঁর পরিবার আরও বেশি সচেতন, তাই এদিনের উদযাপনের ক্ষেত্রে বেশ অনেকটাই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল পতৌদি পরিবার। সেই কারণেই এই বছর জেহের জন্মদিনের পার্টি থেকে কম ছবি শেয়ার করা হয়েছে।
সইফ সম্প্রতি দিল্লি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হামলার পরের ঘটনা এবং সেই সময় পরিবার কীভাবে তাঁর পাশে থেকে পরিস্থিতির মোকাবিলা করেছিল সেই সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে, 'জেহ আমার হাতে একটি প্লাস্টিকের তলোয়ার দিয়ে বলে, 'পরের বার যখন চোর আসবে তখন এটাকে তোমার বিছানার কাছে রাখো।' সে নিশ্চিত যে গীতা তাঁর আব্বাকে বাঁচিয়েছে আর আব্বা তাকে বাঁচিয়েছে।’ তিনি আরও জানান যে, তৈমুর নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হয়ে উঠেছে, অন্যদিকে, সারা এবং ইব্রাহিম এই ঘটনায় গভীরভাবে প্রভাবিত হয়েছে। ইব্রাহিম, বিশেষ করে সেই সময় বাবার সঙ্গে অনেকটা করে সময় কাটাতো।
তবে এত সমস্যার সত্ত্বেও সইফ এই সময়ে তাঁর পরিবারের ঐক্য এবং শক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেহের মারিও থিম জন্মদিনের উদযাপন পরিবারের মধ্যে ফের খুশির জোয়ার এনেছে।