আমাজন প্রাইমে আসছে সিটাডেল ইউনিভার্সের ভারতীয় সিরিজ। যে সিরিজের নাম হতে চলেছে সিটাডেল: হানি বানি। আর তাতেই দেখা যাবে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ানকে। মঙ্গলবার, মুম্বইতে ছিল তারই লঞ্চ অনুষ্ঠান। সেখানে মাইক হাতে সঞ্চালকের আসনে দেখা যায় করণ জোহরকে। হাজির ছিলেন বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু সহ অন্যান্যরা। আর সেই মঞ্চেই করণকে দেখে এটা কী করতে গেলেন সামান্থা? অভিনেত্রীর কাণ্ডে No No বলে চিৎকার করে ওঠেন করণ।
ঠিক কী ঘটেছে?
আসলে সামান্থা রুথ প্রভু ভরা মঞ্চে করণ জোহরের পা ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিলেন। ঠিক তখনই নো-নো' বলে চিৎকার করে ওঠেন করণ। সেসময় মঞ্চে দাঁড়িয়েছিলেন বরুণ ধাওয়ান, পরিচালক জুটি রাজ এবং ডিকে (রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে)। এই ঘটনা ঘিরে মজা করতে শুরু করেন করণ ও বরুণ। করণ সামান্থাকে পা ছুঁতে নিষেধ করলে বরুণ বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকেরই করণের পা ছুঁয়ে প্রণাম করা উচিত।’ উত্তরে করণ বলেন, ‘আমি এখানে বুড়ো হতে চাই না প্লিজ। সবেমাত্র আমি আমার মিডলাইফ ক্রাইসিস কাটিয়ে উঠেছি। আমি চাই না তুমি আমাকে আবারও আমার জায়গায় ফিরিয়ে যেতে বলুন, প্লিজ।’
আরও পড়ুন-‘নিম ফুলের মধু’তে বহুদিন দেখা নেই 'ঠাম্মি'র, অসুস্থ লিলি চক্রবর্তী, এখন কেমন আছেন?