
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছে পরাগ। বউকে ঘাড় থেকে যেন তেন প্রকারেন নামাতে চাইছে সে। তার জন্য কষছে একাধিক ফন্দি। এখন এসে তার সঙ্গে জুটেছে তার প্রেমিকাও। কিন্তু বাস্তবে কেমন পরাগ ওরফে দ্রোণ? এবার সেটাই ঘরে ঘরে জি বাংলার বিশেষ পর্বে জানাবেন অভিনেতার স্ত্রী।
ঘরে ঘরে জি বাংলায় উঠে আসে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবনের কথা। বাদ যান না অভিনেতা, অভিনেত্রীরাও। এবার তেমন ভাবেই অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু সঞ্চালিত এই শোয়ে আসছেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের দ্রোণ। সেখানে তাঁকে তাঁর স্ত্রীর সঙ্গে এই গেম শোতে অংশ নিতে দেখা যাবে।
জি বাংলার তরফে সম্প্রতি একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়ের স্ত্রী জানাচ্ছে তাঁর নাম দূর্বা।
আরও পড়ুন: ‘একেন বাবু’ করার আগে অনির্বাণ জানতেনই না এই চরিত্রর কথা! খোলামেলা আড্ডায় আর কী বললেন?
এরপরই সঞ্চালিকা অপরাজিতাকে দেখা যায় দূর্বাকে প্রশ্ন করতে। তিনি তাঁকে জিজ্ঞেস করেন, 'দ্রোণের সঙ্গে পরাগের মিল আছে?' এটা শুনেই চমকিত হয়ে যান তাঁর স্ত্রী। হতবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি।
এরপর দ্রোণ বিষয়টা ধামাচাপা দিয়ে বলেন, 'আমার সাজানো সুখের বাগান এটা।' অভিনেতার কথা শুনে হেসে ওঠেন সকলে।
অনেকেই মজা পেয়েছেন পরাগের এই রূপ দেখে। হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'অপরাজিতাদি একেবারে সঠিক প্রশ্ন করেছেন।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports