একদিকে গাঁটছড়া ধারাবাহিকে পজিটিভ চরিত্র করছিলেন, অন্যদিকে লাভ বিয়ে আজকালে নেতিবাচক চরিত্র। দুটোই অতি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। বর্তমানে দ্বিতীয় ধারাবাহিকে সৎ ছেলে ওমকারের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। তার মাঝেই হিন্দুস্তান টাইমসের মুখোমুখি হলেন জুন মালিয়া। জানালেন নেতিবাচক চরিত্রে কাজ করার অভিজ্ঞতা।
ছেলের আবার বিয়ে দিয়ে কেমন লাগছে?
জুন: ভীষণ ভালো। ছেলে তো প্রথম বিয়ে আমার ইচ্ছেয় করেনি। এবার আমার পছন্দের, আমার বন্ধুর মেয়ে অনুষ্কাকে করছে। তাই দারুণ লাগছে।
অনুষ্কার সঙ্গে ওমকারের বিয়েটা কি আদৌ মৃত্তিকার জন্য লাভজনক হবে?
জুন: সেটা তো সময় বলবে। তবে আপাতত তাঁর লক্ষ্য ওমকারের সঙ্গে অনুষ্কার বিয়ে দেওয়া যাতে গোটা সংসার তাঁর কথা মতোই চলে, সেটাই হচ্ছে।
আরও পড়ুন: 'প্রচণ্ড রুড, অসভ্য', ওমের নিন্দে করেও তাঁরই গলা জড়িয়ে ধরলেন তৃণা!
নেতিবাচক চরিত্রে আপনাকে দেখে কী বলছে দর্শকরা?
জুন: যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলছে, 'তুমি এত খারাপ? এত শয়তানি করছ যে কী বলি!' কেউ আবার বলছে 'আর কত অশান্তি করবে?' আমাদের দিদিও (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) তো বলেছে 'তুমি আর কত দুষ্টুমি করবে?' আমি জিজ্ঞেস করেছি যে 'তাহলে কি আর করব না?' তখন উনি বলেছেন যে 'না না, করো ভালো হচ্ছে।' আসলে এগুলোই আমার প্রাপ্তি।
সদ্যই গাঁটছড়া শেষ হল, মন খারাপ?
জুন: হ্যাঁ, তা তো একটু খারাপই। এতদিন সবাই একসঙ্গে থেকেছি, কাজ করেছি। তবে এটাই নিয়ম, শেষ তো হতেই হতো।
এদিকে তো ছেলের দ্বিতীয় বিয়ে দিচ্ছেন, বিয়ের মরশুমে কটা বিয়ের নিমন্ত্রণ পেলেন?
জুন: আর বলো না, সেই যে কবে থেকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ শুরু হয়েছে টানা ১৫ তারিখ পর্যন্ত চলল। সেদিন তো আবার একসঙ্গে চারটি বিয়ে বাড়ি ছিল। অনস্ক্রিন, অফস্ক্রিন সব জায়গায় বিয়েতে সময় কাটিয়ে ভালোই লাগছে।