বাংলা নিউজ > বায়োস্কোপ > Kannada Actor on World Cup: বিশ্বকাপ জিততে হলে ভারতীয় ক্রিকেট টিমে চাই রিভার্ভেশন! দাবি কন্নড় অভিনেতার
পরবর্তী খবর
Kannada Actor on World Cup: বিশ্বকাপ জিততে হলে ভারতীয় ক্রিকেট টিমে চাই রিভার্ভেশন! দাবি কন্নড় অভিনেতার
1 মিনিটে পড়ুন Updated: 20 Nov 2023, 04:42 PM ISTSubhasmita Kanji
Kannada Actor on World Cup: ভারতীয় ক্রিকেট টিমে রিজার্ভেশন দরকার! কন্নড় অভিনেতার দাবিতে তাজ্জব সবাই। আর কী বললেন তিনি?
বিশ্বকাপ জিততে হলে ভারতীয় ক্রিকেট টিমে চাই রিভার্ভেশন!
২০০৩ এর আতঙ্ক ফিরিয়ে দিল ২০২৩। আবারও বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে এদিন মাত্র ২৪০ রান করে রোহিত শর্মার টিম। উল্টো দিকে সেই রান চেজ করতে নেমে সহজেই সেটা তুলে নেয় প্যাট কামিন্সরা। বিশ্বকাপে পুনরায় পরাজয়ের পর এবার এক অদ্ভুত দাবি করলেন কন্নড় অভিনেতা চেতন কুমার। বললেন ভারতীয় ক্রিকেট টিমে রিজার্ভেশন দরকার।
ভারতীয় ক্রিকেট টিমেও রিজার্ভেশন!
১৯ নভেম্বর সমস্ত ভারতীয়দের প্রার্থনা এবং একটা গোটা টিমের চেষ্টাকে বিফল করে আবারও কুড়ি বছর পর অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত। আর সেদিনই এক অদ্ভুত দাবি করলেন কন্নড় অভিনেতা। চেতন কুমার এদিন চামারাজনগরে রিজার্ভেশন নিয়ে একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, 'ভারতীয় ক্রিকেটে ৭০ শতাংশ খেলোয়াড়রা উঁচু জাতের। ক্রিকেটেও যদি রিজার্ভেশন নিয়ে আসা হয় তাহলে দলের পারফরমেন্স আরও ভালো হবে।'
তিনি এদিন আরও বলেন, 'ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়রাই উঁচু জাতের। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে কী হচ্ছে সেটা দেখা প্রয়োজন। সেখানে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে একটা নির্দিষ্ট সংখ্যক সাদা চামড়ার খেলোয়াড় রাখতেই হবে দলে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে কত টাকা এবং মিডিয়া জড়িত সেটা সবাই জানেন। তাই ভারতীয় ক্রিকেট টিম যদি ভালো পারফর্ম করতে চায় তাহলে রিজার্ভেশন জরুরি। ভালো পারফরমেন্সের জন্য দলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের নেওয়া উচিত বলেও তিনি জানান।'
চেতন কুমার এই বক্তব্য রাখতেই অনেকেই রাগে ফুঁসে উঠেছেন। অনেকেরই দাবি খেলার মধ্যে রিজার্ভেশন আনা বোকামো। এই দাবিও যুক্তিহীন। কেউ কেউ আবার বলেন, যে দল টানা দশ ম্যাচ দুর্দান্ত পারফর্ম করে জেতাল সেই দল ফাইনালে হেরে গিয়েছে বলে এমন দাবি রাখা ভুল। কোনও অর্থ নেই এর।
চেতন কুমার এর আগেও একাধিকবার নানা বিষয়ে মুখ খুলেছেন। তিনি কান্তারা ছবিটিতে যে ভূত কোলা নিয়ম দেখানো হয়েছিল সেটা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন।
ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ
এদিন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে রোহিতরা ২৪০ রান করে পরে যা চেজ করে সহজেই তুলে নেয় প্যাট কামিন্সের দল। এদিন এই হাইভোল্টেজ ফাইনাল দেখতে মাঠে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আশা ভোঁসলে, শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিত শাহ, প্রমুখ।