Kangana-Javed: ৫ বছরের ঝগড়া, আইনি লড়াই! অবশেষে আড়ি থেকে ভাব করলেন জাভেদ-কঙ্গনা
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2025, 03:03 PM ISTদীর্ঘদিন ধরে চলে আসা মানহানির মামলার নিষ্পত্তি করলেন কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতার।
দীর্ঘদিন ধরে চলে আসা মানহানির মামলার নিষ্পত্তি করলেন কঙ্গনা রানাওয়াত ও জাভেদ আখতার।
একে অপরের সঙ্গে দীর্ঘ ঝগড়া, সেই ঝামেলা গিয়ে পৌঁছোয় আদালতে, মামলা-মোকদ্দমা সবই হয়। এসব চলল টানা ৫ বছর। অবশেষে স্বস্তি, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে, ভাব করে নিলেন জাভেদ আখতার ও কঙ্গনা রানাওয়াত। সমঝোতায় পৌঁছেছেন তাঁরা। সেই খুশির খবর সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ারও করেছেন বলিপাড়ার এই দুই ব্যক্তিত্ব।
সাংসদ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ২৭ ফেব্রুয়ারি রাতে জাভেদ আখতারের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে একটা ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘আজ জাভেদজি এবং আমি মধ্যস্থতার মাধ্যমে আমাদের আইনি ঝামেলা (মানহানির মামলা) ও জটিলতার সমাধান করেছি। এই মধ্যস্থতায় জাভেদজি খুবই দয়ালু এবং সদয় হয়েছেন। শুধু তাই নয়, উনি আমার পরিচালনায় পরবর্তী ছবির জন্য গান লিখতেও রাজি হয়েছেন।’
আরও পড়ুন-বিয়ের পর প্রথম শিবরাত্রি, ভক্তি ভরে পুজো কৌশাম্বির, তবে আদৃতের দেখা মিলল না…