বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol-Ajay: কাজলের আংটি দিয়েই অভিনেত্রীকে প্রপোজ করেন অজয়!
পরবর্তী খবর
Kajol-Ajay: কাজলের আংটি দিয়েই অভিনেত্রীকে প্রপোজ করেন অজয়!
1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 06:18 PM ISTSubhasmita Kanji
Kajol-Ajay: ইশক ছবিটিতে মোট দুটো জুটি ছিল। একদিকে কাজল অজয় দেবগন, আরেকদিকে জুহি চাওলা এবং আমির খান। বন্ধুত্ব এবং প্রেমের এই ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল মুক্তি পাওয়ার পর। কাজলের স্মৃতিচারণ পোস্টে কী লিখলেন অজয়?
ইশক ছবির সেটেই জমেছিল অজয়-কাজলের প্রেম!
ইশক ছবিটি মুক্তি পাওয়ার ২৬ বছর অতিক্রান্ত। সেই উপলক্ষ্যে এদিন বিশেষ একটি পোস্ট করলেন কাজল। টুইটারে তিনি ইশক ছবির একটি পোস্টার শেয়ার করেন। আর বউয়ের সেই পোস্টে স্মৃতি হাতড়ে কী লিখলেন অজয় দেবগন?
কাজল ইশক নিয়ে কী লিখলেন?
ইশক ছবিটিতে আমির খান, জুহি চাওলা, অজয় দেবগন, কাজল ছিলেন। সেই ছবিটির মুক্তির পর ২৬ বছর কেটে গেল। সেই উপলক্ষ্যে এদিন একটি পোস্ট করেন কাজল। তিনি ইশক ছবির যে পোস্টার এদিন শেয়ার করেছেন সেখানে তাঁদের চারজনকেই মাটিতে শুয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'সুইজারল্যান্ডের পাহাড় চড়ার শেষে এই ছবিটি তোলা। আমাদের দেখে বুঝতে পারছেন তো যে আমরা কতটা ক্লান্ত আর মনে মনে বলছি সূর্য এত দেরি করে কেন অস্ত যায় এখানে?'
কাজল তাঁর এই পোস্টে অন্যান্য অভিনেতাদের মেনশন করেন, সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, সুইজারল্যান্ডের পাহাড়, ইশক, ইশকের ২৬ বছর। বউয়ের এই পোস্ট শেয়ার করেন খোদ অজয় দেবগন। তিনি এটি শেয়ার করে লেখেন, 'এটাই সেই ছবি না যেখানে আমি তোমায় তোমার আংটি দিয়েই প্রপোজ করেছিলাম?'