বাংলা নিউজ > বায়োস্কোপ > অটোচালকের সামনে আমিরকে বাবা হিসাবে পরিচয় দেননি জুনায়েদ! জানেন কেন? মুখ খুললেন নায়ক
পরবর্তী খবর
অটোচালকের সামনে আমিরকে বাবা হিসাবে পরিচয় দেননি জুনায়েদ! জানেন কেন? মুখ খুললেন নায়ক
1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2025, 10:16 AM ISTSayani Rana
বলিউড সুপারস্টারের ছেলে হওয়া সত্ত্বেও জুনায়েদ খান বিলাসবহুল গাড়ির চেয়ে অটোতেই যাতায়াত করতে বেশি পছন্দ করেন। এক সাক্ষাৎকারে, অভিনেতা এই প্রসঙ্গে একটি মজার ঘটনা শেয়ার করেছেন।
অটোচালকের সামনে আমিরকে বাবা হিসাবে পরিচয় দেননি! জানেন কেন? মুখ খুললেন জুনায়েদ
বলিউড সুপারস্টারের ছেলে হওয়া সত্ত্বেও জুনায়েদ খান বিলাসবহুল গাড়ির চেয়ে অটোতেই যাতায়াত করতে বেশি পছন্দ করেন। ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার ইউটিউব চ্যানেলের সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেতা এই প্রসঙ্গে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, কীভাবে তিনি ট্র্যাফিক সিগন্যালে তাঁর বাবা আমির খানের সঙ্গে আকস্মিক ভাবে মুখোমুখি হওয়ার পরে একজন অটো চালকের কাছে তাঁর নিজের পরিচয় গোপন করেছিলেন।
কেন অটোতে চড়েন জুনায়েদ, জানতে চাওয়া হলে অভিনেতা জানান, বাড়িতে একাধিক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন তিনি অটোতে যাতায়াত করতে পছন্দ করেন। এই প্রসঙ্গে জুনায়দে বলেন, ‘মুম্বইয়ের মতো শহরে অটো যাতায়াতের সেরা মাধ্যম। বড় গাড়ি নিলে যানজটে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া পার্কিং খোঁজাও বেশ সমস্যার। আর তাছাড়া এখনও আমাকে এত লোক চেনেন না যে অটোয় যাতায়াত করতে সমস্যা হবে। তবে একবারই একজন অটোচালক আমাকে চিনতে পেরেছিলেন।’
জুনায়েদ এই ঘটনা প্রসঙ্গে জানান তিনি ওই অটো চালকের কাছে নিজের আসল পরিচয় গোপন করেছিলন। এই নিয়ে বেশ মজার একটা ঘটনা ঘটেছিল জুনায়েদের সঙ্গে। সেই ঘটনাই শেয়ার করে নেন নায়ক। তিনি এই প্রসঙ্গে বলেন, 'একবার আমি আমার নাটকের মহড়ার জন্য আন্ধেরি থেকে বান্দ্রা যাচ্ছিলাম। সেই সময় বাবা যশরাজ স্টুডিও থেকে ফিরছিলেন। একটা সিগন্যালে ওঁর গাড়ি এসে থামল আমার অটোর ঠিক পাশে। আমি আমার ফোনে ব্যস্ত ছিলাম। তখন তিনি আমাকে জানালার কাচ নামিয়ে ডাকেন, আমিও ওঁর সঙ্গে কথা বলি। সিগন্যাল সবুজ হতেই আমরা যে যার মতো এগিয়ে যাই। কিন্তু ঘটনায় অটোচালক বেশ অবাক হন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, 'আপনি কি ওঁকে চেনেন?' আমি বললাম, ‘হ্যাঁ, আসলে আমরা একই এলাকায় থাকি তো। ওঁর মা আর আমার দিদা বেনারসের বাসিন্দা।’ অন্যদিকে, খুশি জানিয়েছেন, তাঁর বাবা-মা তাঁকে কখনও অটোতে উঠতে দেননি।
কাজের সূত্রে, মহারাজ-এর হাত ধরে বলিউডে পা রাখেন জুনায়েদ খান। অন্যদিকে খুশি কাপুর ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। দুটি ছিল ওটিটি রিলিজ। বর্তমানে তাঁরা অদ্বৈত চন্দনের 'লাভিয়াপ্পা' ছবির হাত ধরে বড় পর্দায় নজর কাড়তে চলেছেন। হিট তামিল ছবি 'লাভ টুডে'র রিমেক এটি। রোমান্টিক এই ছবি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।