খুব ছোট বয়সেই কাজ শুরু করেছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্ত। সৃজিত মুখোপাধ্যায়ের উমা সিনেমায় শিশুশিল্পী হিসেবে দেখা মেলে সারা-র। আপাতত সারা করছেন মডেলিং। আর এর মাঝেই গুঞ্জন সারা নাকি প্রেম করছেন?
কলকাতা ছেড়ে বেশ কিছু দিন হল মায়া নগরী মুম্বইতে পাড়ি জমিয়েছেন তিনি। সারার বয়স এখনক ১৯। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে কভার গার্ল হিসাবে দেখা গিয়েছে সারাকে। আর এই সব কিছুর মাঝে কি তবে প্রেমে পড়লেন তিনি?
আরও পড়ুন: গলায় জবার মালা, কপালে তৃতীয় নয়ন যেন মা ভবতারিণী! চিনতে পারলেন টলিপাড়ার এই নায়িকাকে?
কাজ নিয়ে বিরাট ব্যস্ত যিশু কন্যা। কিন্তু তার মাঝেও নিজের জন্য কিছুটা সময় তো বের করে নিতেই। সেই কথা মাথায় রেখেই বন্ধুদের সঙ্গে ছুটি উপভোগ করতে পাটায়া ভ্রমণে গিয়েছেন সারা। সেখান থেকে একগুচ্ছ ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আর সেই ছবিগুলির মধ্যে একটি ছবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
কারণ সেই ছবিতেই এক পুরুষ বন্ধুর সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে দেখা গিয়েছে সাদা রঙের স্কার্ট ও ব্যাকলেস টপ পরেছেন তিনি। চোখে পরেছেন সানগ্লাস। আর সারা হাত ধরে আছেন এক পুরুষ। তাঁর পরনে কালো স্লিভ লেস টি-শার্ট। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন, তবে কি প্রেম করছেন সারা? কিন্তু এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি সারা। মা নীলাঞ্জনাকেও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
আরও পড়ুন: 'প্রজাপতি ২'-এর শ্যুটিং সেরেই রঘু ডাকাত নিয়ে বড় আপডেট দিলেন দেব! 'ভয় ছিল…', লিখলেন নায়ক
সোশ্যাল মিডিয়াতেও এই বয়সে আকাশছোঁয়া জনপ্রিয়তা সারার। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি। গত বছরে জীবনে বেশ ঝড় বয়ে গিয়েছে সারা-র পরিবারে। টলিপাড়ার ভিতরের খবর, আলাদা হয়েছেন সারা-র মা-বাবা যিশু ও নীলাঞ্জনা। এমনকী, যিশুর উপর ‘পরকীয়া’র অভিযোগও ওঠে।
সোশ্যাল মিডিয়ায় আর বাবাকে ফলো করেন না সারা। এমনকী, যিশুও সম্প্রতি আনফলো করে দিয়েছেন মেয়েকে। যার থেকে স্পষ্ট, বাবার সঙ্গে দূরত্ব এসেছে সারার। যদিও বাবার সঙ্গেই কিন্তু ‘উমা’-তে কাজ করেছিলেন তিনি। এমনকী, সেখানেও পর্দাতে তাঁরা দু'জনে ছিলেন মেয়ে-বাবার চরিত্রেই।