২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘ঝরা পালক’। এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান এবং ব্রাত্য বসু। ছবির পরিচালনায় সায়ন্তন মুখোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি।
ছবির কেন্দ্রে ‘রূপসী বাংলা’র কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কবির স্ত্রীর ভূমিকায় দেখা মিলেছে জয়া আহসানের। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দাপুটে অভিনেতা। আরও পড়ুন: নির্মেদ চেহারা, দুধ সাদা লেহেঙ্গায় লাস্যময়ী লুকে মিমি, নজর কাড়ল একটা জিনিস
সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ এবং তাঁকে ঘিরে থাকা মানুষের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবির নামকরণ। আরও পড়ুন: দাদাকে ফোঁটা দিয়ে কীসের আবদার সামিশার? ধরা পড়ল শিল্পার ক্যামেরায়, দেখুন Video
পর্দায় ‘অল্পবয়সী’ জীবনানন্দ হিসেবে রয়েছেন রাহুল অরুণোদয়। পরিণত কবির ভূমিকায় ব্রাত্য। সজনীকান্ত দাসের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার। কৌশিক সেনকে দেখা যাবে বুদ্ধদেব বসুর ভূমিকায়। নতুন বছরের জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে ওপার বাংলার চলচ্চিত্র উৎসব।